ময়মনসিংহে ডিবির অভিযানে ৭ হেরোইন কারবারি গ্রেফতার

প্রকাশিত: ৬:১৩ অপরাহ্ণ, জুলাই ২, ২০২৫

নিজস্ব প্রতিনিধিঃ

ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ৭ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৬১ গ্রাম হেরোইন উদ্ধার করে পুলিশ। মঙ্গলবার রাতে নগরীর পাটগুদাম ব্রীজ সংলগ্ন জয়বাংলা চত্বর এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

ডিবির ওসি মফিদুল ইসলাম জানান, মাদকমুক্ত অঞ্চল গড়তে পুলিশ সুপার কাজী আখতার উল আলমের নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) এর দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে আসছে। এরই অংশ হিসেবে মঙ্গলবার রাতে ডিবির এস আই অংকন সরকার সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে পাটগুদাম ব্রীজ জয় বাংলা চত্ত্বর ৬১ গ্রাম হেরোইনসহ ৭ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, মোঃ শহিদুল ইসলাম, খোকন চন্দ্র রায়, রকন হাসান, মোঃ জনি, রনি বনিক, মোঃ নাজমুল বারী খান ওরফে রাসেল ও মাজহারুল ইসলাম নীরব।

ডিবির ওসি আরো বলেন, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত রয়েছে বলে তাদের কাছে তথ্য রয়েছে। এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে একাধিক মাদক, চুরি, ছিনাতাই ও অন্যান্য মামলা রয়েছে।