ময়মনসিংহে চায়না মোড়ে পুরাতন ব্যাটারী পুড়িয়ে সিসা তৈরি কালো ধোঁয়া নির্গমনে দুষিত হচ্ছে পরিবেশ দৈনিক লাল সবুজের দেশ দৈনিক লাল সবুজের দেশ প্রকাশিত: ৫:১৩ পূর্বাহ্ণ, মে ১৯, ২০২৫ রোকসানা আক্তার: ময়মনসিংহে চায়না মোড় এলাকায় স্থানীয় প্রভাবশালী মহলের ছত্রছায়ায় পুরাতন ব্যাটারী আগুনে জ্বালিয়ে পুড়িয়ে সিসা তৈরি করছে মোশাররফ মন্ডল। সরজমিনে দেখা যায়, কারখানার দুষিত কালো ধোঁয়ায় জীববৈচিত্র্য ও এলাকাবাসীর জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। স্থানীয়রা জানান, চায়না মোড় মেইন রোড দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করেন। দিনে অ্যাসিড আর রাতে ধোঁয়ার গন্ধের জন্য অতিষ্ট এলাকাবাসী। কারখানাটির পশ্চিম পাশে ফসলি জমি, উত্তরে মেইন রোড শত শত গাড়ির চালাচল , দক্ষিনে গ্রামবাসীর বসতবাড়ি এছাড়া কারখানাটির পুর্ব পাশে দিকে জাওগাড়া প্রাথমিক বিদ্যালয় অবস্হিত। যাওগাড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকসহ শিশুরা জানায় প্রতিনিয়তই আমরা শ্বাসকষ্টে ভুগছি এই কারখানার কালো ধোঁয়ার কারণে। প্রতিদিন রাত্রি ৭:০০ ঘটিকা হইতে ভোর ৫:০০ ঘটিকা পর্যন্ত যখন চুল্লিতে কাঠ কয়লার আগুনে পুরাতন ব্যাটারির প্লেট জ্বালিয়ে সিসা তৈরি করে ,তখন আশেপাশে বসবাসরত মানুষের শ্বাস নিতে কষ্ট হয়। এই কারখানার কালো ধোঁয়ার ফলে আশেপাশে ৫-৭ কিলোমিটার এলাকায় বাড়ির ভিতরে থাকা লোকজনের নাক মুখ চোখ জ্বালা করে, এলাকার শিশুসহ বৃদ্ধরা শ্বাসকষ্ট সহ বিভিন্ন রোগে প্রতিনিয়ত আক্রান্ত হচ্ছে। কারখানাটির দুষিত ধোঁয়া ও এসিড পানির জন্য আশেপাশের ফসলি জমি,গাছের ফুল-ফল ও মুটকিভাঙ্গা ব্রিজের খুটি ও নদীর মাছের ব্যাপক ক্ষতি সাধন হচ্ছে। এই কারখানার আশপাশের জমি ও মাঠের ঘাস কেটে গবাদিপশুকেও খাওয়াতে পারছেনা পশুর মৃত্যুর ভয়ে। তারা আরও বলেন এই কারখানার আশেপাশের মাঠের ঘাস খেলেই গরু মারা যায় । এই ধোঁয়া ও ছাই বাতাসে উড়িয়ে যতোদূর গিয়ে পড়বে সেই এলাকার ঘাস ও ধানের খড় খেলেই গরু মারা যাবে নিশ্চিত। সূত্রে আরও জানা যায় ২০২৩ সালে চায়না মোড় এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা সিসা তৈরির কারখানায় গত ৩ মাসে ১০টি গরু মারা যায়, এ নিয়ে গ্রামে তোলপার সৃষ্টি হয় । ২০২৩ সালে এলাকায় অবৈধ সিসা তৈরির কারখানার পাশের জমির কৃষক এলাবাসীর অভিযোগে র্যবের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পরিবেশ অধিদপ্তর অভিযান পরিচালনা করে অবৈধ সিসা তৈরির কারখানা ২ লাখ টাকা জরিমানা করে বন্ধ করে দেয়। কারখানার শ্রমিকদের গণমাধ্যম কর্মীরা জিজ্ঞাসা করলেন, আপনারা এই কারখানায় কাজ করেন কিভাবে এতো প্রচুর গন্ধ,আইন শৃঙ্খলা বাহিনী আপনাদের কিছু বলেনা? শ্রমিকরা বলেন এতে আমাদের শরীরের প্রচুর ক্ষতি হয় কিন্তু আমাদের পেটের দায়ে এই কাজ করি, থানা পুলিশ তেমন কিছু বলেনা কিন্তু উপজেলা প্রশাসন বা এসিল্যান্ড, পরিবেশ অধিদপ্তরের লোকজনকে জানালে তারা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বন্ধ করে দেয়। আবার কিছুদিন পর কিভাবে যেন কারখানাটি চালু হয় আমরা জানিনা! সাংবাদিকদের প্রশ্নের জবাবে কারখানার মালিক মোশাররফ মন্ডল বলেন আপনারা নিউজ করলে করেন সমস্যা নাই আমরা সবাইকে ম্যানেজ করেই চলি, নিউজ করলে পরিবেশ অধিদপ্তরের লোক, ইউএনও, এসিল্যান্ড এনারাইতো আসবে দেখা যাবে নিউজ করে কি করতে পারেন। এই কারখানার কালো ধোয়ার বিষয়ে কিছু বলতে গেলে ক্ষমতার দাপট দেখিয়ে প্রাননাশের হুমকি দেয় সাংবাদিকদের, এ বিষয়ে আব্দুল হাকিম থানায় একটি জিডি করেছেন। সাধারণ মানুষ সবসময় এদের কাছে জিম্মি হয়ে আছে। এলাকার সচেতন মহল অতি দ্রুত পুরাতন ব্যাটারি আগুনে জ্বালিয়ে সিসা তৈরির কারখানাটি ভ্রাম্যমান আদালত পরিচালনা করে উচ্ছেদ করার জন্য ময়মনসিংহ বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ময়মনসিংহ, জেলা পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহ, জেলা পুলিশ সুপার ময়মনসিংহ ও সদর উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্টদের ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। SHARES অপরাধ বিষয়: