লিবিয়ার সাগরে ডুবে প্রাণ গেল শিবচরের রিফাত তালুকদারের। দৈনিক লাল সবুজের দেশ দৈনিক লাল সবুজের দেশ প্রকাশিত: ২:৪৮ অপরাহ্ণ, মে ১১, ২০২৫ Oplus_16908288 শিবচর মাদারীপুর প্রতিনিধি – মো: রিয়াজ রহমান মা-বাবা ও নিজের স্বপ্ন পূরণ করতে জীবনের ঝুঁকি নিয়ে ইটালি যাওয়ার উদ্দেশ্যে লিবিয়ার সাগর পাড়ি দিয়েছিল মাদারীপুর শিবচরের রিফাত তালুকদার(২৫), কিন্তু দুর্ঘটনার কবলের হাত থেকে রক্ষা পায়নি রিফাত। পারিবারিক সূত্রে জানা যায়, গত ১৮-১২-২৪ইং তারিখে লিবিয়ার সাগরে নৌ ভোট ফেঁটে গিয়ে সকল যাত্রী নিখোঁজ হয়, ২১-০৫-২৪ইং তারিখে কোস্টগার্ড ক্ষত-বিক্ষত মরা দেহ উদ্ধার করে ২৫-১২-২৪ইং তারিখ রিফাতের লাশ সনাক্ত করে দেশে খবর পাঠানো হয়। এমন খবর শুনামাত্রই গ্রামে শোকের ছায়া নেমে আসে। রিফাত শিবচর উপজেলার দ্বিতীয়খন্ড ইউনিয়নের তালুকদার কান্দি গ্রামের মো: হুমায়ুন তালুকদারের একমাত্র ছেলে। পরিবারের অভিযোগ, রিফাতের মরদেহ দেশে ফিরিয়ে আনতে দেশ-বিদেশের কোন প্রকার আর্থিক সহযোগিতা তারা পাননি, বিভিন্ন মন্ত্রণালয় ঘুরে দীর্ঘদিন অপেক্ষা করে সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে প্রায় ১৫ হাজার দিনার খরচে দেশে আনার ব্যবস্থা করা হয়। ১০/০৫/২০২৫ শনিবার আনুমানিক দুপুর ১২ ঘটিকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পরিবারের নিকট হস্তান্তর করা হয় রিফাতের লাশ। বাদ আছর জানাযা শেষে তার নিজ বাড়িতে দাফন করা হবে। SHARES প্রচ্ছদ বিষয়: