শিবচরে জাতীয় নাগরিক পার্টির সংগঠকের রহস্যজনক মৃত্যু। দৈনিক লাল সবুজের দেশ দৈনিক লাল সবুজের দেশ প্রকাশিত: ১১:৪০ অপরাহ্ণ, মে ৫, ২০২৫ Oplus_16908288 শিবচর মাদারীপুর প্রতিনিধি – মো: রিয়াজ রহমান আজ সোমবার দুপুর ১২ টার দিকে শিবচর হাতির বাগান মাঠ সংলগ্ন ৫ তলা বিশিষ্ট বিল্ডিং এর ৪র্থ তলা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহতের নাম হাসানুজ্জামান প্রিন্স (৪২) চরশ্যামাইল শিবচর পৌরসভা ১১নং ওয়ার্ডের মৃত আবুল কাশেম চানমিয়া হাজীর বড় ছেলে। জানা যায় দীর্ঘ এক বছর যাবত এই বাসায় দুই বাচ্চা নিয়ে ভাড়া থাকতেন নিহত হাসানুজ্জামান প্রিন্স। দীর্ঘ প্রবাস জীবনের পরে ৫ বছর যাবত দেশেই অবস্থান করছিলেন পাশাপাশি কাপড়ের ব্যাবসা ও নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির সংগঠক হিসেবে কর্মরত ছিলেন। আজ দুপুর ১১ টার দিকে কাজের বুয়া আসলে দেখতে পায় বাসার দরজা ভিতর থেকে খোলা। তিনি ভিতরে ঢুকেই ঝুলন্ত অবস্থায় দেখতে পান হাসানুজ্জামান প্রিন্স এর দেহটি। তার চিৎকার শুনে আশেপাশের লোকজন এসে দেখতে পেয়ে শিবচর থানায় জানালে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাদারীপুর সদরে পাঠায়। পরিবারের সদস্যরা ধারণা করছেন এটি স্বাভাবিক আত্মহত্যা নয়। তাদের ধারণা কেউ হয়তো হত্যাকাণ্ড ঘটিয়েছে। যেহেতু দরজা খোলা ছিলো, গলায় দড়ি ছাড়া ও একটি টি শার্ট পেচানো ছিলো এবং জিব্বা বের হয়নি সাথে চোখ ও বন্ধ ছিলো যা তাদের মনে সন্দেহের সৃষ্টি করেছে। শিবচর থানা অফিসার ইনচার্জ মোঃ রতন শেখ বলেন আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দরজা খোলা দেখতে পাই এবং দেহটি ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। এবং ঘটনাস্থলে আমরা দুইটি চিরকুট পেয়েছি। গলায় দড়ি সহ আরো একটি টি শার্ট পেচানো ছিলো। প্রাথমিক অবস্থায় আমাদের কাছে আত্মহত্যাটি সন্দেহজনক মনে হয়েছে। আমরা দেহটি ময়না তদন্তের জন্য মাদারীপুর পাঠিয়েছি। রিপোর্ট না আশা পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না। SHARES প্রচ্ছদ বিষয়: