কুচক্রী মহলের ছত্র ছায়ায়,ধংস হতে চলেছে,বন বিভাগের মূল্যবান গাছ,।

প্রকাশিত: ১:৫৫ অপরাহ্ণ, মে ৪, ২০২৫

শাহিন আলম আশিক পঞ্চগড় থেকে:

পঞ্চগড় সদর উপজেলার ২নং হাফিজাবাদ ইউনিয়নের ১নং ওয়ার্ডে অবস্থিত, বন বিভাগ এ-র মুল্যবান গাছ কৌশলে মেরে ফেলছে, স্হানীয় কুচক্রী মহল,।
এলাকা বাসীর দেয়া, তথ্য অনুযায়ী, ঘটনা স্থলে গিয়ে দেখা যায়। স্হানীয় ভাবে পরিচিত মূল্যবান, শাল গাছ, কৌশলে মেরে ফেলেছে,কুচক্রী মহল।
ওয়ার্ড আওয়ামিলীগ সভাপতি,
মোঃ সৈয়দ জামান এ-র বাড়ি ও দখল কৃত জায়গায়, ঘেরা দিয়ে,একাধিক গাছের গোড়ার ছাল,বাকলা,কেটে নেওয়া হয়েছে। অভিযোগ রয়েছে, সংশ্লিষ্ট কতৃপক্ষের যোগসাজশে মৃত গাছগুলো, কেটে নেওয়া হয়। সাবেক ওয়ার্ড মেম্বার, শাহআলম জানান, রাষ্ট্রের মূল্যবান শাল/সেগুনবাগান যারা কৌশলে বিনষ্ট করছে, তাদের চিন্তিত করে, আইনগত ব্যবস্থা নেওয়া হোক।

এ-ই প্রতিবেদন, লেখা প্রয্যন্ত, সংশ্লিষ্ট কর্মকর্তার সাথে যোগাযোগ সম্ভব হয়নি।
পরবর্তীতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে, যোগাযোগ করে বিস্তারিত প্রতিবেদন দেওয়া হবে।