শিবচরে আড়িয়াল খাঁ নদে গোসল করতে নেমে মাদ্রাসাছাত্রী নিখোঁজ। দৈনিক লাল সবুজের দেশ দৈনিক লাল সবুজের দেশ প্রকাশিত: ১১:৩৮ অপরাহ্ণ, মে ৩, ২০২৫ শিবচর মাদারীপুর প্রতিনিধি- মো: রিয়াজ রহমান মাদারীপুরের শিবচরে আড়িয়াল খাঁ নদে গোসল করতে নেমে এক মাদ্রাসাছাত্রী নিখোঁজ হয়েছে। (শনিবার) দুপুর ২টার দিকে শিবচর উপজেলার চরশ্যামাইল এলাকায় এ ঘটনাটি ঘটে। নিখোঁজ জান্নাত আরা (১৪) উমেদপুর ইউনিয়নের কাচিকাটা নামক গ্রামের রনি ফকিরের মেয়ে ও স্থানীয় একটি মাদ্রাসার ৮ম শ্রেণির শিক্ষার্থী। স্থানীয়রা জানান,চরশ্যামাইল ফুপুর বাড়িতে বেড়াতে গিয়ে দুপুরে কয়েকজন বান্ধবীদের সাথে আড়িয়াল খাঁ নদে গোসল করতে নামে জান্নাত। গোসল শেষে সবাই পাড়ে উঠলেও স্রোতের পানিতে তলিয়ে যায় ৮ম শ্রেণির ওই শিক্ষার্থী। তাৎক্ষণিক সঙ্গে থাকা বান্ধবীদের চিৎকার-চেচামেচিতে আশপাশের লোকজন এগিয়ে আসে এবং খোঁজাখুঁজি করে না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। পরবর্তীতে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান শুরু করলেও এখন নিখোঁজ মেয়েটি। মাদারীপুরের শিবচর ফায়ার সার্ভিসের পরিদর্শক তপন কুমার ঘোষ জানান, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছি এবং আমাদের অভিযান চলমান রয়েছে। মেয়েটিকে খুঁজে না পাওয়া পর্যন্ত আমাদের উদ্ধারকারী অভিযান চলমান থাকবে। SHARES প্রচ্ছদ বিষয়: