বিএনপি ক্ষমতায় গেলে ক্রীড়াঙ্গনকে দলীয়মুক্ত করা হবে. . খায়রুল কবির খোকন . দৈনিক লাল সবুজের দেশ দৈনিক লাল সবুজের দেশ প্রকাশিত: ৯:১৭ অপরাহ্ণ, এপ্রিল ২, ২০২৫ খায়রুল কবির খোকন স্টাফ রিপোর্টার বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির আহবায়ক খায়রুল কবির খোকন বলেছেন, বাংলাদেশের জনগণের বহুল প্রত্যাশিত আকাঙ্খা তারা ভোটাধিকার প্রয়োগ করবে, সেই প্রত্যাশিত ভোটের মাধ্যমে বিএনপি ক্ষমতায় আসলে ক্রীড়াঙ্গনকে দলীয় করণ করা হবে না। আওয়ামী স্বৈরাচার সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় থাকাকালীন সময়ে ক্রীড়াঙ্গনকে দলীয়করণ করে ফেলেছিল। আমি ফুটবলার ছিলাম, ফুটবল খেলোয়ার হিসাবে পরিচিতি হয়েছে, তাই ফুটবল খেলাকে আমি ভালবাসি। দুই দলই আজ মাঠে ভাল খেলেছে। খেলায় হার জিত থাকবেই। আজ (২ এপ্রিল) বিকেলে উপজেলার বাজনাব ইউনিয়নের বীরবাঘবের সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে বীরবাঘবের ফ্রেন্ডস এসোসিয়েশনের আয়োজনে “খায়রুল কবির খোকন” গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও তারেক রহমান স্পোর্টিং ক্লাবের সহ-সভাপতি মোঃ কামাল হোসেনের সভাপতিত্বে এই সময় উপস্থিত ছিলেন বেলাব থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মীর মাহবুবুর রহমান,নরসিংদী জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক মোঃ হারুন অর রশিদ, বাজনাব ইউনিয়ন বিএনপির সভাপতি সাখাওয়াত হোসেন সাকের,সাধারণ সম্পাদক মোঃ এমাদ হোসেন’সহ প্রমুখ। ফাইনাল খেলায় অংশ গ্রহন করেন নরসিংদী সিটি ফুটবল একাদশ বনাম পোড়াদিয়া সোলাইমান টেকনিক্যাল ফুটবল একাদশ। নির্দিষ্ট সময়ের মধ্যে উভয় দলে ১-১ গোলে সমতা আনলে ট্রাইবেকারে পোড়াদিয়া সোলাইমান টেকনিক্যাল ফুটবল একাদশ ৪ এবং নরসিংদী সিটি ফুটবল একাদশ ৩ গোল করেন।১ গোলের ব্যবধানে নরসিংদী সিটি ফুটবল একাদশকে হারিয়ে পোড়াদিয়া সোলাইমান টেকনিক্যাল ফুটবল একাদশ জয় লাভ করেন। SHARES প্রচ্ছদ বিষয়: