ডা.মো: রহমত উল্লাহ পাভেল ফাউন্ডেশন কর্তৃক ইফতার ও মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত: ১২:০৬ অপরাহ্ণ, মার্চ ৩০, ২০২৫

 

স্টাফ রিপোর্টার
নরসিংদী বেলাবোতে ডা. মোঃ রহমত উল্লাহ পাভেল ফাউন্ডেশনের
প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ইফতার ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার(২৯ মার্চ) বিকালে
ডা.রহমত উল্লাহ পাভেল শিক্ষাবৃত্তি পরিচালনা পরিষদ কর্তৃক আয়োজিত উপজেলার নারায়ণপুর সরাফত উল্লাহ উচ্চ বিদ্যালয়ে ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা,ইফতার ও দোআ মাহফিল অনুষ্ঠিত হয়।
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ডা. রহমত উল্লাহ পাভেলের সভাপতিত্বে এবং নারায়ণপুর কেয়ার হাসপাতালের পরিচালক মোঃ আব্দুল হামিদ মিয়ার সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন নারায়ণপুর কেয়ার হাসপাতালের চেয়ারম্যান ডা. এম এ জোবায়ের শরীফ,ভাটের চর উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা জাহানানুল হক বাবুল,ডা. রহমত উল্লাহ পাভেল ফাউন্ডেশনের আহবায়ক প্রভাষক রহমত উল্লাহ , মোশারফ হোসেন, দীন ইসলাম, আশিক মিয়া, আশরাফুল ইসলাম তাসিন, মোঃ শরিফুল ইসলাম শ্রাবন,মোরাদ হোসেন, মোবারক হোসেন, কাইয়ুম মিয়া, মোঃ শিমুল মিয়া,মোঃ নিজাম উদ্দিন, মোঃ সাইদুজ্জামান সজীব,সাইফুল ইসলাম স্বপন,শাহরিয়ার হোসাইন, মোঃ নাহিদ হোসেন প্রমুখ।
উল্লেখ্য, ডা. রহমত উল্লাহ পাভেল শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের রেজিস্ট্রার (ইএনটি) এমবিবিএস, বিবিএস (স্বাস্থ্য) হিসেবে কর্মরত। ফাউন্ডেশনের অর্থায়নে প্রতি বছর উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি, সহ উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে থাকে।