শিবচরে পঞ্চমালার ইফতার ও ঈদ উপহার বিতরণ

প্রকাশিত: ৯:২৬ অপরাহ্ণ, মার্চ ২৮, ২০২৫

 

মো: রিয়াজ রহমান
শিবচর মাদারীপুর প্রতিনিধি :

মাদারীপুরের শিবচরে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন পঞ্চমালা -এর আয়োজনে অসচ্ছল, নিম্নবিত্ত পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ এবং ইফতার বিতরণ করা হয়েছে।

বুধবার বিকেলে উপজেলায় পৌর বাজারসহ আশেপাশে এলাকায় এ ইফতার ও ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

এতে অর্ধশতাধিক নিম্নমধ্যবিত্ত পরিবারকে সেমাই, চিনি, চাল, তেল, পেঁয়াজসহ বিভিন্ন খাদ্যপণ্যের উপহার তুলে দেয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন পঞ্চমালার সদস্য- শাহনওয়াজ ইবনে শাহজাহান , তাসনোভা তুশিন , রাব্বি , ইয়ানুর , সায়েম , ইহানুল কবির , হুমায়ুন কবির , ইমদাদুল হক প্রমুখ।

পঞ্চমালার সদস্য তাসনোভা তুশিন বলেন, ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। তবে ঈদের সময় আমাদের সমাজে অনেক মানুষের মুখে হাসি থাকে না। কারণ তারা সন্তানদের মুখে একটু ভালো খাবার তুলে দিতে পারেন না। এই মানুষগুলো লোক লজ্জায় কারো কাছে হাত পাততেও পারেন না। সেইসব অসচ্ছল নিম্নমধ্যবিত্ত মানুষদের জন্য পঞ্চমালার এই ঈদ উপহার।