নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের সদস্য শহীদ শাকিলের পরিবার পেল তারেক রহমানের ঈদের উপহার

প্রকাশিত: ৪:২৫ অপরাহ্ণ, মার্চ ২৩, ২০২৫

 

নওগাঁ: খোরশেদ আলম

নওগাঁ জেলার আত্রাই উপজেলার বিশা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য গণঅভ্যুত্থানে শহীদ শাকিল আনোয়ার তোতার পরিবার কে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে
ঈদ শুভেচ্ছা কার্ড ও ঈদ উপহার সামগ্রী প্রদান করা হয়। নওগাঁ জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃশফিউল আজম টুটুল এর মাধ্যমে, তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার শহীদ পরিবারের হাতে তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন নওগাঁ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিউল আজম টুটুল, সিনিয়র যুগ্নআহবায়ক দেওয়ান কামরুজ্জামান,যুগ্নআহবায়ক জাহাঙ্গীর আলম, যুগ্ম আহবায়ক শামিমুর আলম,যুগ্ম আহবায়ক মহামুদ হাসান,সদস্য সচিব মোস্তাফিজুর রহমান মানিক,আত্রাই উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক আজাদ,মান্দা উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব এমদাদ,পোরশা উপজেলা সদস্য সচিব হাফেজ,নওগাঁ পৌর সাবেক যুগ্ম আহবায়ক তানভীর সহ উপস্থিত ছিলেন বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিউল আজম টুটুল বলেন,একটি গোষ্ঠী নির্বাচন নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছে। তাদের উদ্দেশে বলতে চাই, আমরা শহীদ শাকিল, শহীদ ওয়াসিম, শহীদ রাব্বিসহ সব শহীদের মতো জীবন দিতে প্রস্তুত আছি। ইনশাআল্লাহ, সাধারণ শিক্ষার্থী ও জনগণের অধিকার আদায়ে বিএনপি সব সময় রাজপথে থাকবে। শহীদ শাকিল আনোয়ার তোতার পরিবারের সদস্যরা বিএনপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এই সহমর্মিতার জন্য ধন্যবাদ জানান।