সারাদেশে শিশু  ধর্ষণ ও নির্যাতনের প্রতিবাদে ভৈরবে  মানব বন্ধন 

প্রকাশিত: ৪:১০ অপরাহ্ণ, মার্চ ১৩, ২০২৫


১৩ ফেব্রুয়ারী, এম এ হালিম, বিশেষ প্রতিনিধিঃ সারাদেশে শিশু  ধর্ষণ ও নির্যাতনের প্রতিবাদে ভৈরবে শিক্ষার্থীরা  মানব বন্ধন  করেছে । উদয়ন উচ্চ বিদ্যালয়ের আয়োজনে আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে  ঢাকা- সিলেট মহাসড়কের ভৈরব দুর্জয় মোড়ে ঘন্টাব্যাপী  এ মানব বন্ধন করে। এ সময়  মানব বন্ধনে শিক্ষার্থী  আরাফাত, আদিবা, শিক্ষক শামিমা পারভীন, অভিভাবক শর্মিলা রানী দাস ও  মতিউর রহমানসাগর সহঅভিভাবকরা বলেন  সারাদেশে শিশু  ধর্ষণ ও নির্যাতনের স্বীকার হচ্ছে । ঘর থেকে কোন শিশু, শিক্ষার্থী বা নারীরা বের হয়ে নিরাপদে বাসায়  ফিরতে পারবে কি না সন্দেহ  রয়েছে । শিশু আছিয়ার ধর্ষণকারীদের সহ সারাদেশে  শিশু ধর্ষণ ও কারীদের দ্রূত বিচার আইনে  সর্বোচচ  শাস্তি দিতে হবে  এবং  শিশু  ও নারীদের নিরাপত্তা দেয়ার জন্য  সরকারের কাছে দাবি জানান  ।