নওগাঁ জেলা প্রশাসকের নির্দেশনায় আজও একটা অবৈধ ইট ভাটা আংশিক ভেঙে দেওয়া ও জরিমানা করা হয়।

প্রকাশিত: ৯:৫৪ অপরাহ্ণ, মার্চ ১২, ২০২৫

 

নওগাঁঃখোরশেদ আলম

অদ্য ১২/০৩/২০২৫ খ্রিঃ তারিখ রোজ বুধবার নওগাঁ জেলা প্রশাসনের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব আব্দুল্লাহ বিন জিয়া এর নেতৃত্বে নওগাঁ জেলার সদর উপজেলার খাট্টাসাহাপুর এলাকায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।এ সময় পরিবেশগত ছাড়পত্র ও ইট পোড়ানো লাইসেন্স ব্যতীত পরিচালিত মেসার্স গোলাম ফারুক এন্ড ব্রাদার্স নামক ইটভাটার কিলন এক্সকেভেটর দিয়ে আংশিক ভেঙ্গে দেয়া হয় এবং ফায়ার সার্ভিসের সহায়তায় পানি দিয়ে ইটভাটার আগুন নিভিয়ে সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয় । এছাড়া, ২০ হাজার টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়। মোবাইল কোর্টে আরও উপস্থিতি ছিলেন জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সাকিব বিন জামান প্রত্যয় । উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ নাজমুল হোসাইন। বাংলাদেশ সেনাবাহিনী, জেলা পুলিশ, আনসার ও ফায়ার সার্ভিস এর একটি চৌকস দল মোবাইল কোর্টে সহযোগিতা প্রদান করেন। পরিবেশ সুরক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এধরণের অভিযান অব্যাহত থাকবে।