নওগাঁ মান্দায় অবৈধ ইট ভাটা নওগাঁ জেলা প্রশাসনের নির্দেশে গুড়িয়ে দেওয়া হয় দৈনিক লাল সবুজের দেশ দৈনিক লাল সবুজের দেশ প্রকাশিত: ১০:৪৩ অপরাহ্ণ, মার্চ ১০, ২০২৫ নওগাঁঃখোরশেদ আলম অদ্য ১০/০৩/২০২৫ খ্রিঃ তারিখে নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল এর নির্দেশে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ মনিরুজ্জামান এর নেতৃত্বে নওগাঁ জেলার মান্দা উপজেলার সুতিহাট এলাকায় একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।এ সময় পরিবেশগত ছাড়পত্র ও ইট পোড়ানো লাইসেন্স ব্যতীত পরিচালিত মেসার্স ভাই ভাই ব্রিকস নামক ইটভাটার চিমনী ও কিলন এক্সকেভেটর দিয়ে সম্পূর্নরূপে ভেঙ্গে দেয়া হয় এবং ফায়ার সার্ভিসের সহায়তায় পানি দিয়ে ইটভাটার আগুন নিভিয়ে সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয় । মোবাইল কোর্টে আরও উপস্থিতি ছিলেন জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব শাকিব বিন জামান প্রত্যয়। উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ নাজমুল হোসাইন। বাংলাদেশ সেনাবাহিনী, নওগাঁ জেলা আনসার ও ফায়ার সার্ভিসের তিনটি চৌকস দল মোবাইল কোর্টে সহযোগিতা প্রদান করেন। পরিবেশ সুরক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এধরণের অভিযান অব্যাহত থাকবে।নওগাঁ পরিবেশ অধিদপ্তরের দ্বায়িত্বে থাকা সহকারী পরিচালক মোঃনাজমুল হোসাইন বলেন আমাদের এই অভিযান পরিচালনা অব্যাহত আছে এবং থাকবে। ইতি পূর্বে বেশ কয়েকটি উপজেলার কয়েকটি ইটভাটার বিরুদ্ধে আমরা এই ব্যাবস্হা গ্রহন করেছি। SHARES প্রচ্ছদ বিষয়: