ফরিদপুরে হাইওয়ে পুলিশ মাদারীপুর রিজিয়ন, ফেব্রুয়ারি /২০২৫ খ্রিঃ মাসের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত দৈনিক লাল সবুজের দেশ দৈনিক লাল সবুজের দেশ প্রকাশিত: ১:০০ পূর্বাহ্ণ, মার্চ ৫, ২০২৫ লাল সবুজের দেশ রিপোর্ট: গতকাল ০৪ মার্চ পুলিশ সুপারের কার্যালয়, হাইওয়ে পুলিশ মাদারীপুর রিজিয়ন , ফরিদপুরের সম্মেলন কক্ষে অত্র রিজিয়নর অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ শাহিনুর আলম খানের সভাপতিত্বে মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভার আয়োজন করা হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার, মোঃ মারুফ হোসেন , হাইওয়ে ফরিদপুর সার্কেল এবং অত্র রিজিয়নের আওতাধীন সকল হাইওয়ে থানা/ফাঁড়ি/ক্যাম্পের অফিসার ইনচার্জগণ। কল্যাণ সভায় ফোর্সদের কল্যাণ নিশ্চিতকরণে স্বাস্থ্য সেবা, অবকাঠামো উন্নয়ন, যানবাহনের মানোন্নয়ন ও লজিস্টিক সাপোর্ট বৃদ্ধিকরণের বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি সকল পর্যায়ের পুলিশ সদস্যদের সমস্যা উপস্থাপন এবং সমাধানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও দিক নির্দেশনা প্রদান করা হয়। কল্যান সভা শেষে একই সম্মেলন কক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপস্থিত অফিসার এবং ফোর্সদের পেশাদারিত্ব ও সর্বোচ্চ স্বচ্ছতার সাথে দায়িত্ব পালন করার নির্দেশ প্রদান করেন অত্র রিজিয়নের সুযোগ্য অতিরিক্ত ডিআইজি | এছাড়াও তিনি পবিত্র মাহে রমজান ও ঈদ-উল-ফিতর-২০২৫ উপলক্ষে নিরাপদ ও যানজটমুক্ত মহাসড়ক নিশ্চিতকরণ, মহাসড়কের পাশে অবস্থিত অবৈধ স্থাপনার উচ্ছেদ অভিযান পরিচালনা,পবিত্র ঈদ-উল-ফিতরে ঘরমুখী মানুষের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিতকরণ, দ্রুত সময়ে জনগণকে সেবা প্রদান, জনগণের সাথে উত্তম আচরণ করা,সড়ক দুর্ঘটনা হ্রাস, মাদক উদ্ধারে তৎপরতা , মহাসড়কের শৃংখলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ, বিট পুলিশিং কার্যক্রম, কমিউনিটি পুলিশিং কার্যক্রম, দ্রুত মামলা নিষ্পত্তিসহ জনসচেতনতা বৃদ্ধি সংক্রান্তে সকল অফিসার ও ফোর্সদের বিভিন্ন বিষয়ে দিক-নির্দেশনা প্রদান করেন। পরিশেষে, ইফতার মাহফিলের মাধ্যমে সভার সমাপ্তি হয়। SHARES প্রচ্ছদ বিষয়: