নওগাঁ সীমান্ত বিভিন্ন এলাকায় চোরাচালানীর সময় ভারতীয় গরু ও ফেন্সিডিল আটক দৈনিক লাল সবুজের দেশ দৈনিক লাল সবুজের দেশ প্রকাশিত: ৭:৩০ অপরাহ্ণ, মার্চ ৩, ২০২৫ সংবাদদাতা: ০২ মার্চ ২০২৫ তারিখ আনুমানিক ০০৫০ ঘটিকায় এসআইপি সদস্য ও সিভিল সোর্সের তথ্যের ভিত্তিতে নওগাঁ ১৬ বিজিবি অধিনায়ক লে:কর্নেল মুহম্মদ সাদিকুর রহমান পিপিএম, পিএসসি এর নির্দেশনায় জেলার সাপাহার থানার অন্তর্গত অত্র ব্যাটালিয়নের অধীনস্থ আদাতলা বিওপির টহল কমান্ডার সুবেদার মোঃ মুনসেদ আলী এর নেতৃত্বে বিওপি হতে আনুমানিক ১.৫ কিঃ মিঃ দক্ষিণে এবং সীমান্ত পিলার ২৪২/১০-আর হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দক্ষিন পাতারী নামক স্থানে অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ০২টি প্লাষ্টিকের বস্তায় ২৯৮ বোতল ভারতীয় ফেন্সিডিল জব্দ করা হয়। গোয়েন্দা তথ্য অনুযায়ী উক্ত চোরাচালানের সাথে (১) মোঃ এমদাদুল হক (৩৫), পিতা-মৃত সুজাউদ্দিন, (২) মোঃ মাজহারুল ইসলাম মিন্টু (৩২), পিতা- মোঃ ওমর আলী, (৩) মোঃ বাশির (৪০), পিতা- মৃত জহাক আলী, সকলের ঠিকানা গ্রাম- দক্ষিণ পাতাড়ী, পোষ্ট- পাতারী, থানা- সাপাহার, জেলা- নওগা সম্পৃক্ত থাকায় পলাতক আসামী হিসেবে তাদের বিরুদ্ধে থানায় মামলা কার্যক্রম চলমান রয়েছে। আটককৃত মাদকদ্রব্যগুলো সাপাহার থানায় জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। SHARES প্রচ্ছদ বিষয়: