নওগাঁয় হিরোইন সহ চিহ্নিত মাদক কারবারি ও বিভিন্ন ডাকাতি মামলার ৯ আসামি আটক

প্রকাশিত: ৪:৪৪ পূর্বাহ্ণ, মার্চ ২, ২০২৫

 

নওগাঁ:খোরশেদ আলম

অদ্য ১ লা মার্চ নওগাঁর সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার বিপিএম, দূপুর ১২ টায় তার সভা কক্ষে এক সংবাদ সন্মেলন করেন।
এ-সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (পদন্নোতি প্রাপ্ত পুলিশ সুপার )মোঃগাজিউর রহমান বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম ফারজানা হোসেন,ওসি ডিবি এমএ মান্নান, নওগাঁ সদর মডেল থানার চৌকস ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃনূরে আলম সিদ্দিকী, প্রেসক্লাবের সভাপতি মোঃরাইহান আলম সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। গত ৯ অক্টোবর ২০২৪ হতে অদ্য ১লা মার্চ পর্যন্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ অপরাধীদের আটক করতে সক্ষম হয়, নওগাঁ জেলা পুলিশ তা আজ এই সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন, নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার বিপিএম।
মান্দা উপজেলার দেলুয়াবাড়ি হাট এলাকা থেকে পাইলট (৩১) নামে এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। তার কাছ থেকে ২০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে।

শনিবার (১ মার্চ) বেলা ১১টার দিকে নওগাঁ শহরের উকিলপাড়া এলাকায় ডিবি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান।

গ্রেপ্তারকৃত পাইলট মান্দা উপজেলার কুসুম্বা ইউনিয়নের দেলুয়াবাড়ি গ্রামের আব্দুল মজিদ হোসেনের ছেলে। ওসি আব্দুল মান্নান জানান, পাইলট দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং তার বিরুদ্ধে মাদক, হত্যা ও চাঁদাবাজিসহ মোট আটটি মামলা রয়েছে।

তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে পাইলটের নিজ বাড়িতে অভিযান চালানো হয়। এসময় তার শয়নকক্ষ থেকে ২০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন ধরে মাদক কারবারে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
আটকের পর তার বিরুদ্ধে মান্দা থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য তাকে আদালতে পাঠানো হবে বলে জানান ওসি।
এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে মাদক নির্মূলে কঠোর অভিযান চালিয়ে যাওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।