কক্সবাজার টুরিস্ট পুলিশ সুগন্ধা বীচ পয়েন্ট এলাকায় পর্যটক আব্দুল হামিদ , এর হারিয়ে যাওয়া ব্যবহৃত দুইটি ব্যাংকের ভিসা কার্ড ড্রাইভিং লাইসেন্স এনআইডি কার্ড মোবাইল উদ্ধার করে দৈনিক লাল সবুজের দেশ দৈনিক লাল সবুজের দেশ প্রকাশিত: ৮:১৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৮, ২০২৫ Oplus_16908288 কক্সবাজার প্রতিনিধি: আজ সুগন্ধা বীচ পয়েন্ট এলাকায় পর্যটক আব্দুল হামিদ (৩৩)পিতা- গোলাম নবী ,গ্রাম-জগতপুর ,থানা-ফুল গাজী ,জেলা-ফেনী এর ব্যবহৃত দুইটি ব্যাংকের ভিসা কার্ড ড্রাইভিং লাইসেন্স ড্রাইভিং লাইসেন্স এনআইডি কার্ড মোবাইল নং০১৭৯২-৭৩০২৩০ হারিয়ে গেলে অত্র সুগন্ধা বীচ পয়েন্টে দায়িত্বরত অফিসার/ফোর্সকে অবহিত করে। পরবর্তীতে ১৩.০৫ ঘটিকায় অফিসার/ফোর্স উপরোক্ত মালগুলো উদ্ধার পূর্বক প্রকৃত মালিকের নিকট ট্যুরিষ্ট পুলিশ কক্সবাজার রিজিয়ন এর জিডি নং-৬৩০,তারিখ-২৮.০২.২০২৫ খ্রি.মূলে হস্তান্তর করা হয়। SHARES প্রচ্ছদ বিষয়: