রাজারহাটে বন্ধ করা ইটভাটা চালু করায় এক লক্ষ টাকা জরিমানা ও পুনরায় বন্ধ ঘোষণা 

প্রকাশিত: ১০:২১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০২৫

 

ইব্রাহিম আলম সবুজ রাজারহাট কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামের রাজারহাটে বন্ধ করা ইনভাটা চালু করায়  এক লক্ষ টাকা জরিমানা আদায়ের পর বিদ্যুৎ সংযোগ বিছিন্ন করে পূনরায় বন্ধ করে দিয়েছেন উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার ২৭ফেব্রুয়ারি দুপুরে উপজেলার সদর ইউনিয়নের সিংগেরডাবরীহাট এলাকায় রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল ইমরান ও জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক রেজাউল করিমের নেতৃত্বে রাজারহাট থানা পুলিশ ও আনসার বাহিনীর সহযোগীতায় অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে অবৈধ ইটভাটা মেসার্স এডিবি ব্রিকসকে ১লাখ টাকা জরিমানা আদায় করেন এবং সেই সাথে পল্লী বিদ্যুতের লাইনম্যান দিয়ে ভাটায় বৈদ্যুতিক সংযোগ বিছিন্ন করে ইটভাটাটি পূনরায় বন্ধ ঘোষনা করা হয়।

উল্লেখ্য, গত ১০ফেব্রুয়ারী বিকালে ওই ইটভাটাটি ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল ইমরান ৫০হাজার টাকা জরিমানা আদায় করে বন্ধ ঘোষনা করেছিলেন।

রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার আল ইমরান বিষয়টি নিশ্চিত করেছেন।