বাজিতপুরে দুর্বৃত্তরা হাবিব লেয়ার প্রোল্ট্রি ফার্মে ফিল্মি ষ্টাইলে মুরগি ডাকাতি

প্রকাশিত: ৮:৩৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০২৫

 

সাব্বির আহামদ মানিক, বাজিতপুর (কিশোরগঞ্জ) সংবাদাতাঃ- কিশোরগঞ্জ বাজিতপুর উপজেলার সরারচর কটিয়াদী রাস্তায় নরসিংদী পল্লি বিদ্যুৎ সমিতির পাশের্^ হাবিব লেয়ার প্রোল্ট্রি ফার্মে গতকাল সোমবার আনুমানিক রাত ৩টার দিকে ফার্মের পাহাড়াদার মাসুমকে দুর্বৃত্তরা পিলারের সাথে বেধে রেখে ১৪০টি লেয়ার ডিম পাড়া ডাকাতি করে নিয়া যায়। যার বাজার মূল্য প্রতি পিছ ১৬০০/- টাকা। ১৪০টি লেয়ার মুরগির দাম প্রায় দুই লক্ষ থেকে আড়াই লক্ষ টাকা। মাসুম জানান ৭-৮ জন দুর্বৃত্তরাদেরকে দেখে চিৎকার দিলে আমাকে গলায় এবং মুখে ছেপে ধরে পিলারের সাথে বেধে রেখে ৫০-৬০ টি মুরগি দুর্বৃত্তরা জবাই করে। বাকি মুরগি গুলো তারা বস্তায় করে নিয়ে যায়। পাশের ঘরে থাকার আমার মা ভোর বেলা এসে আমাকে পিলারের সাথে হাত-পা বেধে রাখা রশি খুলে উদ্ধার করে। ফার্মের মালিকের ছোট ভাই আবুল কাশেম জানান, ফার্মটি পহেলা জানুয়ারি ২০২৫ইং ডুলিরচর গ্রামের বাবুল মিয়ার কাছ থেকে ভাড়া নিয়ে ৩ হাজার ৭ শত মুরগি ফার্মে উঠানো হয়। গত সপ্তাহ থেকে লেয়ার মুরগি গুলো ডিম পাড়া শুরু করে। ফার্মের মালিক হাবিবুল্লাহ জানান, মেইন রোডের পাশের্^ দুর্বৃত্তরা ফিল্মি স্টাইলে আমার পাহাড়াদরকে পিলারের সাথে বেধে প্রাই দুই লক্ষ থেকে আড়াই লক্ষ টাকার মুরগি নিয়ে যায়। এ বিষয়ে প্রশাসনের সহযোগিতা কামনা করছি এবং দুর্বৃত্তদের দ্রæত আইনের আওতায় আনার জন্য আহŸান জানান। ভাগলপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ শেখ মুহাম্মদ আবু হানিফ জানান, খবর পেয়ে হাবিব প্রোল্টি ফার্মে গিয়ে দেখা যায় যে, এখান থেকে মুরগি চুরি হয়েছে। এই বিষয়ে অভিযোগ পেলে আমরা আইনানুগ ব্যবস্থা নিবো।