সাফ জয়ী ময়মনসিংহের ৮ নারী ফুটবলারকে সংবর্ধনা দিল বৃহত্তর ময়মনসিংহ সমিতি

প্রকাশিত: ২:১৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০২৫

রবিন বরকত উল্যাহ :

সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ বিজয়ী দলের ময়মনসিংহ অঞ্চলের কৃতি নারী ফুটবলারদের সংবর্ধনা দিয়েছে ময়মনসিংহ সমিতি।

শনি বার দুপুরে গাজীপুরের বাঘের বাজার এলাকার সাবাহ গার্ডেনে সমিতির নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠান ও আনন্দ বনভোজনের মধ্যেই এই সংবর্ধনার আয়োজন করা হয়।

সংবর্ধিত ৮ কৃতি নারী ফুটবলার হলেন তহুরা, কৃষ্ণা রানী সরকার, শিউলি, শামসুন্নাহার সিনিয়র, শামসুন্নাহার জুনিয়র, মিলি আক্তার, সানজিদা আক্তার ও মারিয়া। তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়।

বৃহত্তর ময়মনসিংহ সমিতির সভাপতি, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন অভিষেক কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউসুফ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব এ এম এম আ. হালিম, সমিতির মহাসচিব ও সরকারের অতিরিক্ত সচিব নাসির উদ দৌলা, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ড. নাজমুল করিম খান এবং বনভোজন কমিটির আহ্বায়ক মাহফিজুর রহমান বাবুল ও প্রমূখ

সভাপতি তার বক্তব্যে সাফ জয়ী কৃতি ফুটবলারদের উৎসাহ প্রদান করে বলেন, তারা ভবিষ্যতে দেশের জন্য আরও বড় সম্মান বয়ে আনবে। পাশাপাশি, সমিতির পক্ষ থেকে তাদের আরও বড় পরিসরে সম্মানিত করার আশাবাদ ব্যক্ত করেন ও রেফেল ড্র শেষে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন ।