বড়লেখা এন,সি,এম উচ্চ বিদ্যালয় ব্যবস্হাপনা কমিটির নির্বাচনে ৪ অভিভাবক সদস্য নির্বাচিত দৈনিক লাল সবুজের দেশ দৈনিক লাল সবুজের দেশ প্রকাশিত: ১০:০৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০২৫ আজিজুর রহমান স্টাফ রিপোর্টারঃ বড়লেখা উপজেলার দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন চার শিক্ষানুরাগি। রোববার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে প্রতিদ্বন্দ্বী ৭ প্রার্থীর মধ্যে ৩ প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করে নেওয়ায় অপর ৪ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন। এরা হলেন- স্থানীয় শিক্ষানুরাগি,সমাজসেবক, অলিউর রহমান মালন, ফয়সল ইবনে মুমিত, আবুল হাসান তাপাদার ও মুতিউর রহমান বেলুন। নির্বাচনের প্রিসাইডিং অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলাম জানান, ম্যানেজিং কমিটিতে চারটি অভিভাবক সদস্য পদ রয়েছে। নির্বাচনকে সামনে রেখে সর্বমোট ৭জন প্রার্থী মনোনয়ন জমা দেন। প্রত্যাহারের শেষ দিনে ৩জন প্রার্থী স্বেচ্ছায় তাদের মনোনয়ন প্রত্যাহার করে নেন। এতে অপর চারজন প্রার্থী বেসরকারিভাবে অভিভাবক সদস্য নির্বাচিত হয়েছেন। SHARES সারা বাংলা বিষয়: