জুলাই আন্দোলনে আহত শিক্ষার্থী সাংবাদিক সামিয়া সরকার পেলেন তথ্য মন্ত্রণালয়ের অনুদান দৈনিক লাল সবুজের দেশ দৈনিক লাল সবুজের দেশ প্রকাশিত: ১০:১৫ পূর্বাহ্ণ, জানুয়ারি ৩১, ২০২৫ স্টাফ রিপোর্টার ৩০ ডিসেম্বর, তথ্য মন্ত্রণালয়ের অডিটোরিয়ামে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উদ্যোগে জুলাই আন্দোলনে শহীদ ও আহত সাংবাদিকদের মাঝে আর্থিক অনুদান বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। সভায় সভাপতিত্ব করেন তথ্য সচিব মাহবুবা ফারজানা। অনুষ্ঠানে বাংলাদেশ প্রেস কাউন্সিলের নেতৃবৃন্দ, প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিকগণ এবং সারা দেশ থেকে আগত সাংবাদিক পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। সামিয়া সরকার পেলেন অনুদান জুলাই আন্দোলনে আহত শিক্ষার্থী সাংবাদিক সামিয়া সরকার, যিনি একজন সাংবাদিক কন্যা, তথ্য মন্ত্রণালয়ের অনুদান লাভ করেন। তিনি আন্দোলনের সময় মারাত্মক আহত হন এবং দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন। সামিয়ার পরিবার তার চিকিৎসার জন্য অর্থ সংকটে ভুগছিল। তথ্য মন্ত্রণালয়ের এই অনুদান তার পরিবারকে স্বস্তি দেবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। শহীদ ও আহত সাংবাদিকদের মাঝে অনুদান বিতরণ অনুষ্ঠানে সারা বাংলাদেশ থেকে ১৭৯ জন শহীদ সাংবাদিক পরিবার, বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণকারী সাংবাদিক পরিবার এবং জুলাই আন্দোলনে আহত সাংবাদিকদের মাঝে অনুদান বিতরণ করা হয়। শহীদ ৬ জন সাংবাদিকের পরিবার বিশেষ সম্মাননা ও অনুদান লাভ করেন। প্রধান অতিথি নাহিদ ইসলাম বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। তাদের আত্মত্যাগ ও অবদান কখনো ভুলে যাওয়া যাবে না। সরকার সব সময় সাংবাদিকদের পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে।” অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দ সরকারকে ধন্যবাদ জানিয়ে বলেন, “এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকলে সাংবাদিকদের কল্যাণ নিশ্চিত হবে এবং তারা আরও সাহসের সঙ্গে দায়িত্ব পালন করতে পারবেন।” অনুষ্ঠান শেষে আহত ও শহীদ সাংবাদিকদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং তাদের আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। SHARES সারা বাংলা বিষয়: