শ্রীপুর বাজার পরিচালনা কমিটি গঠন: সভাপতি ফেরদৌস, সম্পাদক নুরু দৈনিক লাল সবুজের দেশ দৈনিক লাল সবুজের দেশ প্রকাশিত: ৪:৫১ অপরাহ্ণ, জানুয়ারি ২৫, ২০২৫ আবু জাহান তালুকদার, সুনামগঞ্জঃ সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের শ্রীপুর বাজার পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় স্থানীয় ইউপি চেয়ারম্যান আলী হায়দারের অফিসে সর্বস্তরের জনসাধারণের উপস্থিতিতে তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান মো. ফেরদৌস আলম আখঞ্জীকে সভাপতি ও বাজারের ব্যবসায়ী মো. নুরু মিয়াকে সাধারণ সম্পাদক করে ১২ সদস্য বিশিষ্ট শ্রীপুর বাজার পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি মন্ত পাল, মো. আলম, দুলাল পাল, সহ-সাধারণ সম্পাদক মতি পাল, সাংগঠনিক সম্পাদক লিমন মিয়া, অর্থ সম্পাদক ডা. আজহার। কমিটির সদস্যরা হলেন, শান্তু মিয়া, ডা. সুরেন্দ্র, রানা পাল, সিরাজুল ইসলাম। শ্রীপুর বাজার পরিচালনা কমিটি গঠন করায় এলাকার সর্বমহলের মধ্যে আনন্দ ও উৎসবের আমেজ দেখা দিয়েছে। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কমিটির সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছেন অনেকে। SHARES সারা বাংলা বিষয়: