রাজারহাটে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কর্মসূচি পালনে বিএনপির প্রস্তুতিমূলক সভা

প্রকাশিত: ৫:৫২ অপরাহ্ণ, জানুয়ারি ২২, ২০২৫

 

ইব্রাহিম আলম সবুজ রাজারহাট কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামের রাজারহাটে ২২ জানুয়ারি সকাল ১১ঃ৩০ঘটিকায় রাজারহাট সরকারী মীর ইসমাইল হোসেন ডিগ্রি কলেজ মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাজারহাট উপজেলা শাখার আয়োজনে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত প্রস্তুতিমূলক সভায় উপজেলা বিএনপির সকল নেতাকর্মী অংশ গ্রহণ করেন। আগামী ২৫ জানুয়ারী সরকারী মীর ইসমাইল হোসেন ডিগ্রী কলেজ মাঠে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবীতে বিশাল সমাবেশের আয়োজন করা হয়েছে।উক্ত মহাসমাবেশে উপস্থিত থেকে দিক নির্দেশনামূলক বক্তব্য দিবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। এরই ধারাবাহিকতায় ২৫ জানুয়ারীর মহাসমাবেশ সফল করার লক্ষে রাজারহাটে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।প্রস্তুতিমুলক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য সচিব সোহেল হোসাইন কায়কোবাদ,যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম বেবু। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রাজারহাট উপজেলা বিএনপির সদ্য বিলুপ্ত কমিটির সাবেক সভাপতি আনিছুর রহমান,সদ্য সাবেক সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম,উপজেলা যুবদলের আহবায়ক আব্দুল কুদ্দুস,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আনিসুর রহমান লিটন সহ উপজেলা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

ইব্রাহিম আলম সবুজ
রাজারহাট,কুড়িগ্রাম।
তাং ২২/০১/২০২৫ইং।
মোবাঃ ০১৭১২০০০৫৪০