বিএমইউজে কেন্দ্রীয় যুগ্মসাধারণ সম্পাদকে ফুল দিয়ে বরণ করলেন চট্টগ্রাম জেলা কমিটি। দৈনিক লাল সবুজের দেশ দৈনিক লাল সবুজের দেশ প্রকাশিত: ১০:৪০ অপরাহ্ণ, জানুয়ারি ১৮, ২০২৫ শহিদুল ইসলাম:- আজ রাত ৮ঃ০০ ঘটিকার সময় বিএমইউজে কেন্দ্রীয় যুগ্মসাধারণ সম্পাদ মোশারফ হোসেন নিলুকে ফুল দিয়ে বরণ করলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সোহাগ আরেফিন ও চট্টগ্রাম জেলা কমিটি সভাপতি শহিদুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি সোহেল মাহমুদ, কার্যনির্বাহী সদস্য জহিরুল ইসলাম বাবলু, মোঃ হেলাল উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন। এ সময় চট্টগ্রাম জেলা কমিটির নেতৃবৃন্দ বলেন দ্রুততম সময়ে চট্টগ্রাম জেলার অভিষেক সম্পূর্ণ করা হবে। কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বলেন চট্টগ্রাম জেলা কমিটি আমাদের সুন্দর কর্মকাণ্ডের মাধ্যমে সংগঠনকে এগিয়ে নিয়ে যাবেন। যুগ্ম সাধারণ সম্পাদক বলেন চট্টগ্রাম জেলা কমিটিকে সার্বিক সহযোগিতা প্রদান করবেন। এ সময় সংগঠনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। SHARES সারা বাংলা বিষয়: