চুয়াডাঙ্গায় ভোটার তালিকা হালনাগাদ-২০২৫ উপলক্ষে প্রশিক্ষণ

প্রকাশিত: ৫:২৭ অপরাহ্ণ, জানুয়ারি ১৮, ২০২৫

 

আজিজুর রহমান স্টাফ রিপোর্টারঃ

চুয়াডাঙ্গায় ভোটার তালিকা হালনাগাদ-২০২৫ উপলক্ষে উপজেলা নির্বাচন অফিস, চুয়াডাঙ্গা সদরের আয়োজনে আজ (১৮ জানুয়ারি) ২০২৫ তারিখ সকাল ১০:০০ ঘটিকায় চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উক্ত আয়োজনে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা, পুলিশ সুপার, চুয়াডাঙ্গা।

উক্ত অনুষ্ঠানে এম. সাইফুল্লাহ, উপজেলা নির্বাহী অফিসার, চুয়াডাঙ্গা সদরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম, জেলা প্রশাসক, চুয়াডাঙ্গা; বিশেষ অতিথি জনাব আহমেদ আলী, জেলা নির্বাচন কর্মকর্তা, চুয়াডাঙ্গাসহ তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারগণ।