তাহিরপুরে জনসচেতনতামূলক গণনাটক প্রদর্শন দৈনিক লাল সবুজের দেশ দৈনিক লাল সবুজের দেশ প্রকাশিত: ৩:৫২ অপরাহ্ণ, জানুয়ারি ১৫, ২০২৫ আবু জাহান তালুকদার, তাহিরপুরঃ সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সদর ইউনিয়নে এফআইভিডিবি উইমেন লেড ক্লাইমেট রেজিলিয়েন্স প্রকল্প কর্তৃক বাল্যবিবাহ প্রতিরোধ, দুর্যোগ প্রস্তুতি, প্রজনন স্বাস্থ্য বিষয়ে এক জনসচেতনতামূলক গণনাটক প্রদর্শিত হয়। নাটকটি বুধবার দুপুরে ইউনিয়নের চিকসা গ্রামে অনুষ্ঠিত হয়। মনোমুগ্ধকর জনসচেতনতা মূলক নাটক দেখতে ভীর করে বিভিন্ন শ্রেনীপেশার প্রায় চার শতাধিক মানুষ। স্থানীয় ইউপি সদস্য শফিকুল হকের সভাপতিত্বে ও উইমেন লেড ক্লাইমেট রেজিলিয়েন্স প্রকল্পের ইউনিয়ন মবিলাইজার জিয়াউল হক এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উইমেন লেড ক্লাইমেট রেজিলিয়েন্স প্রকল্পের মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন অফিসার ইয়াকুব হোসেন। এই গণনাটকে উপস্থিত ছিলেন উইমেন লেড ক্লাইমেট রেজিলিয়েন্স প্রকল্পের ইউনিয়ন মবিলাইজার ফয়সল আহমদ, মোহাম্মদ আলী প্রমুখ। এলাকাবাসী এফআইভিডিবি উইমেন লেড ক্লাইমেট রেজিলিয়েন্স প্রকল্প’কে এই জনসচেতনামূলক গণনাটক প্রদর্শনের জন্য ধন্যবাদ জানান। এই প্রতিবেদককে স্থানীয় কয়েকজন বলেন, অনেক সময় লোভে পড়ে মেয়েকে অল্প বয়সে বিয়ে দেয় যার ফল হয় ভয়াবহ। বিশেষ করে দুর্যোগের পর বাল্যবিবাহটা বেশি হয়। সন্তান সম্ভবা মায়েদের ও বিভিন্ন সময়ে সঠিক যত্ন হয় না। আশা করি, এই নাটকটি বাল্যবিবাহ প্রতিরোধ তথা মাতৃ ও শিশু মৃত্যু প্রতিরোধ করতে বিরাট জনসচেতনতা তৈরি করবে। SHARES সারা বাংলা বিষয়: