তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে রাজাপুরে সফল উদ্যোক্তা ইলিয়াস ফরহাদ প্রিন্স

প্রকাশিত: ৩:২১ অপরাহ্ণ, জানুয়ারি ১৪, ২০২৫

 

রাজাপুর প্রতিনিধি:
ঝালকাঠির রাজাপুরে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে উদ্যোক্তা ও সোশ্যাল বিজনেস বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ জানুয়ারী) রাজাপুর সরকারি কলেজের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে রাজাপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস এম আবদুস শুক্কুর এর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন শিক্ষার্থী ও সফল উদ্যোক্তা ইলিয়াস ফরহাদ প্রিন্স ও নাজমুন্নাহার মুন্নি। এসময় তাদের ফুল দিয়ে বরণ করে নেন কলেজের প্রভাষকগণ।

এসময় ইলিয়াস ফারহাদ প্রিন্স বলেন, তাঁর জীবনে সফলতার পিছনের কার্যক্রম সম্পর্কে সকলকে অভিহিত করেন এবং শিক্ষার্থী ও নতুন উদ্যোক্তাদের বিভিন্ন পরামর্শ দেন।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন, প্রভাষক, প্রাক্তন শিক্ষার্থী পরিষদের সদস্য, অভিভাবক সদস্য ও কলেজের শিক্ষার্থীরাসহ উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দরা।