রাজারহাটে কলেজ ছাত্রলীগের সাংগাঠনিক সম্পাদক হিসাবে মেহেদী হাসান সাগর নামে এক যুবক গ্রেফতার

প্রকাশিত: ৮:১৭ অপরাহ্ণ, জানুয়ারি ১১, ২০২৫

ইব্রাহিম আলম সবুজ রাজারহাট কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামের রাজারহাটে থানা পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত রংপুর কারমাইকেল কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হিসাবে মেহেদী হাসান সাগর নামে এক যুবক (২৮)কে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে থানা পুলিশ।

রংপুর মহানগর শাখার আওতাধীন কারমাইকেল কলেজ শাখার ছাত্রলীগ এর ১৩/১২/২০১৬ইং শফিউর রহমান স্বাধীন সভাপতি ও সাধারণ সম্পাদক আসিফ হোসেন স্বাক্ষরিত, রংপুর কারমাইকেল কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে কমিটিতে যে নামটি দেখা যায় সেটি হলো মেহেদী হাসান বাদশা

থানা পুলিশ সূত্র জানায়, রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের সোমনারায়ন গ্রামের আনোয়ারুল ইসলামের পুত্র মেহেদী হাসান সাগর(২৮) নিষিদ্ধ ঘোষিত রংপুর কারমাইকেল কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। গত ৫আগষ্টের পর সে গা ঢাকা দেয়।

শুক্রবার ১১জানুয়ারি গভীর রাতে রাজারহাট থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে সোমনারায়ন এলাকা থেকে সাগরকে গ্রেফতার করতে সক্ষম হয়। সাগরের বিরুদ্ধে রাজারহাট থানায় একটি মামলা দায়ের হয়েছে। যার মামলা নম্বর ১২। শনিবার সকালে থানা পুলিশ মেহেদী হাসান সাগরকে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করে।

রাজারহাট থানার অফিসার ইনচার্জ মোঃ আশরাফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, নিষিদ্ধঘোষিত সংগঠনের সাংগাঠনিক সম্পাদক সাগরকে রাজনৈতিক মামলায় গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

মোবাঃ ০১৭১২০০০৫৪০