ভৈরবে ট্রেনের টিকিট সহ ২ কালোবাজারী গ্রেফতার

প্রকাশিত: ৬:৩২ অপরাহ্ণ, জানুয়ারি ১১, ২০২৫

 

১১ জানুয়ারী, এম. এ হালিম, ভৈরব ( কিশোরগঞ্জ)  সংবাদদাতাঃ ভৈরবে রেলওয়ে ষ্টেশন থেকে  ট্রেনের টিকিট সহ ২ কালোবাজারীকে  গ্রেফতার করেছে রেলওয়ে  থানা পুলিশ।গ্রেফতারকৃতরা হলো জগন্নাথপুর গ্রামের শফিকুল ইসলামের পুত্র মোঃ তুহিন মিয়া ও একই গ্রামের মজনু মিয়ার পুত্র জয়নাল আবেদীন ।   গ্রেফতারকৃতদের প্যান্টের পকেট থেকে  ৭ টি বিভিন্ন  ট্রেনের  ২৪ আসনের টিকেট উদ্ধার করে জব্দ করেছে  পুলিশ। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে  বিশেষ  ক্ষমতা আইনে মামলা দায়ের করে আজ শনিবার দুপুরে কিশোরগঞ্জ  জেল হাজতে প্রেরণ করেছে।

এ বিষয়ে ভৈরব রেলওয়ে থানার অফিসার ইনচার্জ সাইদ আহমেদ  ( পিপিএম)  জানান, গোপন সংবাদের ভিত্তিতে তদন্ত করে  টিকিট  কালোবাজারী ২ জনকে গ্রেফতার করা হয়েছে । তারা পরস্পর  যোগসাজশে দীর্ঘদিন ধরে  টিকিট  কালোবাজারী পেশায়  জড়িত ছিলো । গ্রেফতারকৃতদের বিরুদ্ধে  বিশেষ  ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে ।