মাদারীপুরে শিবচরে কুকুরের কামড়ে শিশুসহ আহত ১০ দৈনিক লাল সবুজের দেশ দৈনিক লাল সবুজের দেশ প্রকাশিত: ৮:৫৩ অপরাহ্ণ, জানুয়ারি ১০, ২০২৫ শিবচর মাদারীপুর প্রতিনিধি: মো: রিয়াজ রহমান মাদারীপুরে শিবচরে পাগলা কুকুর কামড়ে শিশুসহ ১০ জন আহত হয়েছে।আজ বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলা উত্তর বহেরাতলা ভেন্নাতলা ও দক্ষিণ বহেরাতলা ইউনিয়ন কলাতলক এলাকার বিভিন্ন ওয়ার্ডে বেওয়ারিশ পাগলা কুকুরের আক্রমনে এই ঘটনা ঘটে। আহতরা হলেন মিনহাজ(৮),জহির(৫৫), হেলেনা(৪৫),হিমেল (৩৫), জুনাইদ (৩৭) সহ দশ জন। আহতদের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে। SHARES সারা বাংলা বিষয়: