ভৈরবে চুরি,ছিনতাইয়ে আতঙ্কে শহরবাসি দৈনিক লাল সবুজের দেশ দৈনিক লাল সবুজের দেশ প্রকাশিত: ৪:৩৩ অপরাহ্ণ, জানুয়ারি ৯, ২০২৫ ৯ জানুয়ারী, এম এ হালিম ঃ ভৈরবে মাদক চুরি,ছিনতাই,ডাকাতি খুনসহ নানা অপরাধ বেড়ে যাওয়ায় আতঙ্কে শহরবাসি। প্রতি দিনই ঘটছে চুরি ছিনতাইয়ের ঘটনা । তাই মাদক,চুরি,ছিনতাই ডাকাতি রোধে জান-মালের নিরাপত্তা দিবে প্রশাসন এমনটাই দাবী ভৈরববাসীর । এদিকে স্থানীয় পুলিশ প্রশাসন বলছে মানুষের জান-মালের নিরাপত্তা রক্ষায় মাঠে পুলিশের টহল বৃদ্ধি করা হয়েছে । পাশাপাশি বিভিন্ন অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হচ্ছে । ভৌগোলিক অবস্থানের কারনে প্রাচীনকাল থেকেই ব্যবসা-বাণিজ্যের জন্য ভৈরবের সু-খ্যাতি রয়েছে । নৌ-রেল ও সড়ক পথে যোগোযোগের সহজ মাধ্যম হওয়ায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে ভৈরবে ব্যবসায়ী ও চাকুরীজীবিরা প্রতিদিন শহরে প্রয়োজনের তাগিদে আসতে হয় ।কিন্ত এসব ব্যবসায়ীরা ভৈরবে এসে প্রায়ই ছিনতাইকারীদের হামলার স্বীকার হতে হয় । শুধু বহিরাগতরা নয় স্থানীয় ব্যবসায়ীসহ নানা শ্রেণী পেশোর লোকজনরা ছিনতাইকারীদের কবলে পড়তে হয় । শুধু ব্যবসায়ীরা নয় নদী ,সড়ক ও রেলপথে ভারত ও মিয়ানমার থেকে গাজাঁ,ফেনসিডিল ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদকদ্রব্য ও আসছে । আর এসব মাদক সেবন করে তরুণ ও যুবকরা বিপথগামী হচ্ছে । শুধু তরুণ আর যুবকরা নয় ছাত্র-ছাত্রীরা ও নেশায় আসক্ত হয়ে পড়ছে । এসব নেশা খোররা নেশার টাকা জোগাড় করতে চুরি,ছিনতাই,ডাকাতিসহ নানা অপরাধে জড়িয়ে পড়ছে । সকাল– থেকে রাত পর্যন্ত এসব নেশা খোররা শহরের রেলওয়ে ষ্টেশন বাসষ্ট্যান্ড, পাওয়ার হাউজ,নাটালের মোড়, গাছতলা ঘাট, মেঘনা নদীর ত্রি-সেতু এলাকায় উৎপেতে বসে থাকে । তারপর সুযোগ বুঝে পথচারীদের পথরোধ করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে টাকা-পয়সা মোবাইলসহ মূল্যবান জিনিষপত্র ছিনিয়ে নেয় । তাই ছিনতাই আতঙ্কে পার্শ্ববর্তী অন্য জেলা থেকে ভৈরবে ব্যবসায়ীরা আসলে ও আতঙ্কে থাকতে হয় । ফলে ভৈরবে ব্যবসা-বাণিজ্যে কিছুটা মন্দা ভাব দেখা দিয়েছে । বিগত ২০০৭ সাল থেকে এ পর্যন্ত ছিনতাইকারীদের হাতে আহত হয়েছে কয়েশ । নিহত হয়েছে ১৫/২০ জন । এর মধ্যে ভৈরব থানার সাবেক উপ-পরিদর্শক মোস্তাফিজুর রহমান,কনষ্টেবল আরিফ,শিক্ষা নবীশ আইনজীবি এ্যাডঃ পলাশ, প্রাণ কোম্পানীর এসআর,। এছাড়া গত ২৬ নভেম্বর রানীর বাজারে ৭ তলা ভবন থেকে নিপা মল্লিক, তার ছোট ২ শিশু ও স্বামীসহ একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার করে পুলিশ । এছাড়া ১৮ নভেম্বর শম্ভুপুরে নেশা গ্রস্ত জসিমের ছুরিকাঘাতে সোহাগ নামে ১ যুবক খুন হয় । তাছাড়া ৩০ অক্টোবর শহরের ঘোড়াকান্দা গ্রামে ভাড়াটিয়ার হাতে আরেক ভাড়াটিয়া সাহেরা খাতুন খুন হয় এবং মৌটুপিতে আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে ২ বংশের ২ জন খুনের ঘটনা ঘটে ।এছাড়া ও বেশ কয়েকটি ডাকাতির ঘটনা ও ঘটেছে । এসব নিয়ে উদ্বিঘ্ন ভৈরববাসি । ভৈরববাসির দাবী মাদক নিমূল করতে পারলে,চুরি,ছিনতাই অনেকটা কমে যাবে । তাই মাদক ও ছিনতাই নির্মূলে প্রশাসন কার্যকর ব্যবস্থা নিবে এমনটাই দাবী । , এ বিষয়ে ফল ব্যবসায়ী জাকির হোসেন,সবজি ব্যবসায়ী কবির হোসেন সহ অনেকেইে জানান, ছিনতাইয়ের কারনে অনেক ব্যবসায়ীরা ভৈরবে আসতে চাইনা । এ কারনে দিন দিন ব্যবসঅ –বাণিজ্যে মন্দা ভাব দেখা দিয়েছে । তাই ছিনতাইকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবী জানান । এ বিষয়ে সাইদুর রহমান বাবলু জানান,মাদক নিমূল করলে ছিনতাই রোধ করতে সহজ হবে । কারন মাদক সেবন কারীরাই নেশার টাকা জোগাড় করতে ছিনতাইসহ নানা অপরাধ করে । ছিনাইয়ের ঘটনা নিয়ে ভৈরব উপজেলা ব্এিনপির সভাপতি মোঃ রফিকুল ইসলাম উদ্বেগ প্রকাশ করে মাদক বিরোধী প্রীতি ফুটবল ম্যাচে বক্তব্যে বলেন,মাদক নির্মূলে প্রশাসন কে আরো অগ্রণী ভ’মিকা পালন করতে হবে । মাদক রোধ করতে পারলে ছিনতাই রোধ করা সম্ভব । এ বিষয়ে ভৈরব থানার অফিসার ইনচার্জ খন্দকার ফুয়াদ রোহানী জানান, তিনি গত কয়েক দিন আগে থানায় যোগদান করেছেন । ছিনতই রোধে পুলিশের পক্ষ থেকে ৪টি টিম গঠন করা হয়েছে । অভিযান চালিয়ে কয়েক জন ছিনতাইকারীকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হয়েছে ।পাশাপাশি নাগরিকদের নিরাপত্তা রক্ষায় পুলিশি টহল বাড়ানো হয়েছে । SHARES অপরাধ বিষয়: