ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে বিদেশী মদসহ গ্রেফতার-৫ দৈনিক লাল সবুজের দেশ দৈনিক লাল সবুজের দেশ প্রকাশিত: ১১:৩৮ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৫, ২০২৪ স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে বিদেশী মদসহ শম্ভুগঞ্জ গোলচত্বর এলাকা থেকে ৫জনকে গ্রেফতার করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভাগীয় গোয়েন্দা কার্যালয় ময়মনসিংহের সহকারী পরিচালক কাওসারুল হাসান রনির নেতৃত্বে ২৪ ও ২৫ ডিসেম্বর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, ময়মনসিংহের অভিযানে কোতোয়ালী মডেল থানাধীন শম্ভুগঞ্জ গোলচত্বর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। এসময় ৪৬ বোতল ভারতীয় মদ, মাদক বিক্রির ১৬ শত টাকা ও ৩ টি মোবাইল সেটসহ ৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। আসামীদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক ৩ টি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। SHARES জেলার সংবাদ বিষয়: