দখলদারিত্ব ও চাঁদাবাজি আগের মতোই চলছে শুধু চাঁদাবাজ পরিবর্তন হয়েছে: হাসনাত

প্রকাশিত: ২:২৪ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২২, ২০২৪
CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v62), quality = 82?

কুমিল্লা প্রতিবেদকঃ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, দেশে দখলদারিত্ব ও চাঁদাবাজির সমস্যা আগের মতোই রয়ে গেছে, তবে শুধু তাদের পরিচয় পরিবর্তিত হয়েছে। তিনি অভিযোগ করেন, দেশব্যাপী দখলদার এবং চাঁদাবাজদের কার্যক্রম অব্যাহত রয়েছে।

শনিবার, কুমিল্লার দেবীদ্বারে উপজেলা পরিষদ হলরুমে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত এক মতবিনিময় সভা ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। আলেম-ওলামাদের উদ্দেশে হাসনাত আবদুল্লাহ বলেন, আপনারা মসজিদের খুতবায় দখলদার, দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলুন। এটি আপনারা ধর্মীয় ও নৈতিক দায়িত্ব। তিনি আরও বলেন, এখন একটি চক্র প্রচার করছে যে, বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা হচ্ছে। ইমাম ও আলেম সমাজকে এ বিষয়ে সঠিকভাবে কথা বলতে হবে এবং বাংলাদেশ ও বাংলাদেশিদের বিরুদ্ধে যে আন্তর্জাতিক চক্রান্ত হচ্ছে, তা মোকাবিলা করতে হবে।

হাসনাত আবদুল্লাহ বলেন, দেশে কিছু লোক সাম্প্রদায়িক উসকানি দেওয়ার চেষ্টা করছে, কিন্তু বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে যারা সংখ্যালঘু, তারা সবচেয়ে নিরাপদ। আমরা তাদের আরও বেশি নিরাপদ রাখতে সক্ষম। যারা ধর্মীয় উসকানি দিয়ে সংঘাত সৃষ্টি করতে চাইবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নিগার সুলতানা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দেবীদ্বার ইসলামিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আলাউদ্দিন, ইসলামি ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার তোফাজ্জল হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের উপদেষ্টা নাজমুল হাসান নাহিদ, সমন্বয়ক মুহতাদির যারিফ সিক্ত ও মো. সিয়াম আহাম্মেদ।

এরপর, হাসনাত আবদুল্লাহ উপজেলা ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভার ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। এই বৈঠকে তিনি বিভিন্ন ইউনিয়ন পরিষদে দুর্নীতি, শিক্ষা ও স্বাস্থ্য খাতের অনিয়ম, সড়ক, সেতু ও কালভার্ট নির্মাণ ও সংস্কারের বিষয়েও আলোচনা করেন এবং জরুরি করণীয় বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।