সালেহ আহমদ সাকিব কল্যাণ ট্রাষ্টের মেধাবৃত্তি অনুষ্টিত

প্রকাশিত: ৯:৩৪ অপরাহ্ণ, নভেম্বর ২৩, ২০২৪

 

আনোয়ার হোসেন বিশ্বনাথ(সিলেট)প্রতিনিধি :

সিলেটের বিশ্বনাথের খাজাঞ্চি ইউনিয়নের ২০ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের অংশগ্রহণে হাজী তেরা মিয়া ৩য় প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষা আজ ২৩ নভেম্বর শনিবার অনুষ্ঠিত কান্দিগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্টিত হয়েছে।

যুক্তরাজ্য ভিত্তিক প্রতিষ্ঠিত আর্তমানবতার সেবায় নিয়োজিত সালেহ আহমেদ সাকিব কল্যাণ ট্রাস্টের পরিচালনায় হাজী তেরা মিয়া ৩য় প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষায় এবার ইউনিয়নের ২০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক ছাত্র ছাত্রী পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রাথমিক ভাবে নাম তালিকাভুক্ত করেছে।

মেধাবৃত্তি পরীক্ষায় মোট ৪ টি বিষয়ে সকাল ১০ ঘটিকায় পরীক্ষা শুরু হয়ে একটানা ৪ ঘন্টায় সমাপ্ত হয়।

খাজাঞ্চি ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের কান্দিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে সকাল ১০ ঘটিকায়
শুরু হয়ে মেধাবৃত্তি দিনব্যাপী
অনুষ্টিত হয়েছে।

এছাড়া প্রতিটি স্কুলের প্রধান শিক্ষক ও অভিভাবক,সাংবাদিক, শুভাকাঙ্ক্ষী সহ অতিথি বৃন্দের সহযোগিতা ও উপস্থিত হয়ে মেধাবৃত্তি পরীক্ষার পরিবেশ পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। সবার ব্যাপক উপস্থিতি ও সসহযোগীতায় সাফল্যতম বৃত্তি অনুষ্টিত হওয়ায় কৃতজ্ঞতা জানান বাস্তবায়ন কমিটির প্রধান ও সালেহ আহমেদ সাকিব কল্যাণ ট্রাস্ট ইউকে এর বাংলাদেশ কমিটির আহবায়ক সাংবাদিক মো. সায়েস্তা মিয়া।

এসময় প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন