হোসেনপুর উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচীর ডিলার নিয়োগ প্রকাশ্যে লটারিতে নির্বাচিত করলেন

প্রকাশিত: ৯:৫১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০২৫

 

এ,কে, এম, মিজানুল হক (হোসেনপুর, কিশোরগঞ্জ):
কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার চারটি ইউনিয়নে ’খাদ্যবান্ধব কর্মসূচি নীতিমালা ২০২৪ অনুসারে ডিলার নির্বাচনের জন্য ৬টি পয়েন্টে লটারির মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হয়েছে। এই নির্বাচন প্রক্রিয়া অনুষ্ঠিত হয় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

আজ বুধবার দুপুরে লটারির মাধ্যমে ১৫জন প্রার্থীর মধ্যে ৬জন ডিলার নির্বাচিত হন। নির্বাচনের পূর্বে চারটি ইউনিয়নে খাদ্যবান্ধব ডিলার নিয়োগের জন্য গত ১৪/০২/২০২৫ তারিখে দৈনিক পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল, যার প্রেক্ষিতে প্রার্থীরা আবেদন করেন। নির্বাচিত ডিলার গণের মধ্যে হাজীপুর বাজারের মেসার্স কাসেম ট্রের্ডাস, প্রোঃ মোঃ আবুল কাসেম ও মেসার্স রফিকুল ট্রের্ডাস, প্রোঃ মোঃ রফিকুল ইসলাম, তারাপাশা বাজারের মেসার্স সাইফুল ট্রের্ডাস, প্রোঃ মোঃ সাইফুল ইসলাম, পাগলা বাজারের মেসার্স আবুল ট্রেডার্স, প্রোঃ আবুল হোসেন, জামাইল নতুন বাজারের মেসার্স আল আমিন ট্রের্ডাস, প্রোঃ আল আমিন এবং ঠাডার কান্দা বাজারের মেসার্স কারার ট্রের্ডাস, প্রোঃ মামুন অর রশিদ।

আবেদনপত্র যাচাই বাছাই করে হাজীপুর বাজার (জিনারী) মেসার্স হাজী ট্রেডার্স প্রোঃ মোঃ মাজহারুল ইসলামের আবেদনটি বাতিল করা হয়। অন্যদিকে জামতলা বাজার (জিনারী) মেসার্স রফিকুল ইসলাম ট্রেডার্স, প্রোঃ মোঃ রফিকুল ইসলাম এবং ঠাডার কান্দা বাজারের মেসার্স কারার ট্রের্ডাস, প্রোঃ মামুন অর রশিদ তাদের কোন প্রতিদ্বন্ধী না থাকায় তাদের আবেদনদুটি বিনাপ্রতিদ্বন্ধিতায় নির্বাচিত করা হয়। অপরদিকে তারাপাশা বাজার (সিদলা) মেসার্স চেয়ারম্যান ট্রের্ডাস, প্রোঃ মোঃ মিজানুর রহমান তাহার আবেদনটি প্রত্যাহার করে নেওয়ায় মেসার্স সাইফুল ট্রের্ডাস, প্রোঃ মোঃ সাইফুল ইসলামকে নির্বাচিত করা হয়।

লটারি অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার কাজী নাহিদ ইভা, উপজেলা কৃষি অফিসার এ,কে,এম শাহজাহান কবীর, দায়িত্বে থাকা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জেসমিন আক্তার, হোসেনপুর রিপোর্টাস ইউনিটির সভাপতি এ,কে, এম, মিজানুল হকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এই নির্বাচনের মাধ্যমে খাদ্যবান্ধব ডিলারদের কার্যক্রম শুরু হবে, যা ‘জাতীয় খাদ্য নীতি ২০০৬ অনুসরণে দেশের সকল মানুষের জন্য খাদ্য নিরাপদ ও পুষ্টিকর খাদ্য নিশ্চিত করা এবং দারিদ্র বিমোচন করে জিরো হাঙ্গার লক্ষমাত্রা অর্জনের প্রত্যয়ে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ইউনিয়ন পর্যায়ে হতদরিদ্র জনগোষ্ঠীর মাঝে ভর্তুকি মূল্যে খাদ্যশষ্য বিতরণে স্থানীয় জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক হবে।