এ জেড আমিনুজ্জামান রিপন :
সাতক্ষীরা জেলা থেকে প্রকাশিত দৈনিক সাতনদী পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো: হাবিবুর রহমানের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার ৮ মে দুপুরে সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো: নজরুল ইসলাম তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। একটি হত্যা মামলায় তিনি উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন। উচ্চ আদালতের নির্দেশনা মোতাবেক তিনি আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। সাংবাদিক হাবিবুর রহমানের আইনজীবী অ্যাডভোকেট আব্দুল মজিদ জানান, হাবিবুর রহমান এর আগে একই মামলায় হাইকোর্ট থেকে জামিনে ছিলেন। জামিনের মেয়াদ শেষে তিনি আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক তার আবেদন নামঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। উল্লেখ্য গত বছরের ৫ আগস্ট সাতক্ষীরার দেবহাটার খলিশাখালী এলাকার ১৩২৮ বিঘার একটি মৎস্য ঘেরে প্রকাশ্যে অস্ত্রের মহড়া চালিয়ে আতঙ্ক সৃষ্টি করে সন্ত্রাসীরা। এরপর ১ নভেম্বর সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে ওই এলাকায় তল্লাশি চালায়। অভিযানের সময় গণপিটুনিতে নিহত হন কামরুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তি। এসময় ১৫টি হাতবোমা, ৫টি দার আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। এ সময় সেখান থেকে ৬জনকে গ্রেপ্তার করা হয়। ঘটনার কয়েক দিন পর নিহত কামরুল ইসলামের স্ত্রী অভিযোগ করেন, তার স্বামীকে পরিকল্পিত ভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তিনি বাদি হয়ে দেবহাটা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় স্থানীয় জমির মালিকের পাশাপাশি সাংবাদিক হাবিবুর রহমানকে আসামি করা হয়।