স্বপ্না একজন সফল লেডি বাইকার ও সমাজ সেবক।

প্রকাশিত: ১:৩৩ অপরাহ্ণ, মে ১২, ২০২৫
Oplus_16908288

স্বপ্না একজন সফল লেডি বাইকার ও সমাজ সেবক।

Oplus_16908288

Oplus_16908288

যার নেশা বাইক চালিয়ে দেশের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে ছুটে চলা।

শুধু বাইক চালানোই নেশা নয়। চলার পথে মানবিক কাজ গুলো চোখে ও হ্রদয়ে ধারন করার মত।

অসহায় মানুষের পাশে শিশুদের সাথে কথা বলা তাদের নিয়ে কিছু খাওয়ার ব্যবস্হা করা, রাস্তার পাশে কোন বৃদ্ধ দোকানী র সমস্যা শুনে সহযোগিতা করা এ যেন এক অন্য রকম তৃপ্তি নিয়ে স্বপ্না চলেছেন এক প্রান্ত থেকে আর এক প্রান্তে।

এই আত্মতৃপ্তি নিয়ে স্বপ্নার যাত্রা সফল হউক।

লাল সবুজের দেশ এর পক্ষ থেকে

ধন্যবাদ।