সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধিঃ
"খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে মাঠে চল " এই স্লোগানে মুন্সিগঞ্জের সিরাজদিখানে নাইট শট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার রাত আটটায় সৈয়দপুর পূর্বপাড়া যুব সমাজের উদ্যোগে এসএসসি ২০২৪ বনাম এসএসসি ২০২৫ সনের শিক্ষার্থীদের মধ্যে ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই ফাইনাল খেলায় এসএসসি ২০২৪ সনের শিক্ষার্থীদেরকে এসএসসি ২০২৫ সনের শিক্ষার্থীরা সাত রানে পরাজিত করে বিজয় ছিনিয়ে আনেন।টান টান উত্তেজনাকর এই খেলায় ইউনিয়ন থেকে বিভিন্ন বয়সী দর্শক মাঠে উপস্থিত হন। খেলার শুরু থেকে শেষ অবধি দর্শকবৃন্দ
এ খেলা সুন্দরভাবে উপভোগ করেন।
এ ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট নার্সিং কলেজের অধ্যক্ষ লয়লা আঞ্জুমান, এতে সভাপতিত্ব করেন রাজানগর ইউনিয়ন ২ নং ওয়ার্ডের সম্মানিত মেম্বার জনাব সাইফুল খান, শুভ উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাজানগর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক জনাব ওমর ফারুক রিগ্যান, বেস্ট অব অর্নার হিসেবে উপস্থিত ছিলেন সিরাজদিখান রিপোর্টার্স ইউনিটির সহ সভাপতি মোঃ জমিরুল হক ও মিল্লাত প্রামানিক, সার্বিক সহযোগিতায় ছিলেন সৈয়দপুর জামেয়া এমদাদিয়া মাদ্রাসা পরিচালনা পরিষদের কোষাধ্যক্ষ জনাব মেহেদী হাসান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ইলিয়াস উদ্দিন খান, নজরুল ইসলাম সবুজসহ আরো অনেকে। খেলা পরিচালনা করেন রায়ান ও শাহ আলম।