সিরাজদিখান রাজানগর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আনন্দ র‍্যালি 

প্রকাশিত: ৪:৩২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০২৫

 

সিরাজদিখান মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ

মিজানুর রহমান সিনহাকে মুন্সীগঞ্জ জেলা বিএনপি’র আহ্বায়ক ও  মহিউদ্দিন আহমেদকে সদস্য সচিব নির্বাচিত করায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল করেছে সিরাজদিখান উপজেলার রাজানগর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার বেলা সাড়ে ১০টায় উপজেলার রাজানগর বাজার থেকে মিছিলটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাজানগর ইউনিয়ন পরিষদের সামনে গিয়ে শেষ হয়।

রাজানগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জে আই চৌধুরী লিটন ও সাধারণ সম্পাদক ওমর ফারুক রিগ্যানের নেতৃত্বে মিছিল ৫শতাধিক নারী ও পুরুষ অংশ গ্রহণ করে।

এসময় উপস্থিত ছিলেন, রাজানগর ইউনিয়নের ওয়ার্ড বিএনপি সাবেক সভাপতি হাজী এমদাদ,  সাবেক সাধারণ সম্পাদক জহির হোসেন ও নুর নবী, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি শাহীন আলম, ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক কালাম মোল্লা, থানা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইলিয়াস চৌধুরী, সিরাজদিখান থানা ছাত্রদলের সাবেক  যুগ্ম-আহবায়ক রিয়াদ মোল্লা, রাজানগর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রিয়ান খান, সাংগঠনিক সম্পাদক নাবিল হোসেন,  ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি শহিনুর প্রমুখ।