সিরাজদিখান পিএফজি’র উদ্যোগে শান্তি-সম্প্রীতি প্রতিষ্ঠায় ইউনিয়ন পর্যায়ে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশিত: ১২:২৯ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০২৫

সিরাজদিখান মুন্সিগঞ্জ প্রতিনিধি :
“সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি”- এই শ্লোগানকে সামনে রেখে সিরাজদিখান পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) এর উদ্যোগে কেয়াইন ইউনিয়ন পরিষদের সর্বস্তরের জনগণকে নিয়ে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়। আজ মঙ্গলবার ২৫ ফেব্রুয়ারি সকাল ১১ টায় কেয়াইন ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ এবং জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।

পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) সিরাজদিখান এর সদস্য জনপ্রতিনিধি নয়ন রোজারিও এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেয়াইন ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান পিস অ্যাম্বাসেডর সিরাজদিখান উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মোঃ আওলাদ হোসেন মোল্লা।
পিএফজি কোঅর্ডিনেটর রত্না হাওলাদারের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর ফিল্ড কোঅর্ডিনেটর রিপন আচার্য, পিএফজি সদস্য মোঃ শাহ আলম, জামাল হোসেন জনি, সাংবাদিক হামিদুল ইসলাম লিংকন, ইউপি সদস্য অমল কুমার মণ্ডল, সমাজকর্মী মোয়াজ্জেম হোসেন, ব্যবসায়ী প্রতিনিধি জাকির হোসেন মোল্লা, ইমাম ও খতিব মাওলানা আছাদুল্লা, মাদ্রাসা শিক্ষক জাকির আহমাদ, পুরোহিত বিকাশ চক্রবর্ত্তী, জয়িতা নারী উজ্জ্বলা সরকার, কৃষক প্রতিনিধি মোঃ শরীফুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, সমাজে শান্তি-সম্প্রীতি প্রতিষ্ঠায় পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, রাজনৈতিক নেতৃবৃন্দসহ সকলকে একসাথে কাজ করতে হবে। বর্তমান বাংলাদেশে যে নৈরাজ্য চলছে তা নিরসনে মাঠ পর্যায় থেকে কাজ করতে হবে। প্রত্যেককে নিজ ধর্মে যে সম্প্রীতির বাণী রয়েছে তা প্রচার করতে হবে; রাজনীতিকে সংঘাত থেকে বের করে আনতে হবে। রাজনীতিবীদদের ২৪ এর অভ্যুত্থান থেকে শিক্ষা নিতে হবে, যে জাতি আর কোনো সংঘাত সহিংসতা চায় না। পরিশেষে উপস্থিত অংশগ্রহণকারীগণ ইউনিয়ন পর্যায়ে সকল ধরনের সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধভাবে শপথ গ্রহণ করেন।