সারাদেশে শিশু  ধর্ষণ  নির্যাতন  ও আছিয়ার হত্যাকারীদের  ফাঁসির দাবীতে ভৈরবে  মানব বন্ধন 

প্রকাশিত: ১:৩৪ অপরাহ্ণ, মার্চ ১৬, ২০২৫

 

১৬ মার্চ, এম এ হালিম, ভৈরব ( কিশোরগঞ্জ)  সংবাদদাতাঃ  সারাদেশে শিশু  ধর্ষণ,নির্যাতন ও আছিয়ার হত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় এনে  ফাঁসির  দাবীতে ভৈরবে নিরাপদ সড়ক চাই ( নিসচা)  মানব বন্ধন  করেছে । নিসচা ভৈরব  উপজেলা শাখার আয়োজনে  আজ  রোববার বেলা  ১১ টার দিকে  ভৈরব বাজার কেন্দ্রীয়  শহীদ মিনারে  ঘন্টাব্যাপী এ মানব বন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।  এ সময়  মানব বন্ধনে বক্তব্য রাখেন নিসচা ভৈরব উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আলাল উদ্দিন, যুগ্ন সম্পাদক সাবরিনা বেগম,রক্ত সৈনিক  নজরুল ইসলাম, সাংবাদিক মোঃ সুমন মোল্লা, উপজেলা যুবদলের আহবায়ক দেলোয়ার হোসেন সুজন প্রমূখ। এ সময় তারা আছিয়ার ধষর্ণ ও হত্যাকারীসহ  সারাদেশে শিশু  ধর্ষণ ও নির্যাতনকারীদের দ্রত বিচারের আওতায় এনে ফাঁসির দাবী জানান।  তাছাড়া ভৈরবে শিশু  ও নারীদের নিরাপত্তা দেয়ার জন্য সরকার ও প্রশাসনের কাছে দাবি জানান । দাবি মানা না হলে আমরণ অনশন করা হবে বলে ঘোষণা দেন।