শ্রীপুর উপজেলায় আদালতের আদেশ অমান্য করে কৃষকের জমি দখলের অভিযোগ দৈনিক লাল সবুজের দেশ দৈনিক লাল সবুজের দেশ প্রকাশিত: ৬:১৫ অপরাহ্ণ, ডিসেম্বর ২৫, ২০২৪ রাকিবুল হাসান আহাদ, বিশেষ প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা গ্রামে নিয়ামত আলী নামে এক কৃষকের জমি আদালতের আদেশ অমান্য করে দখল করার অভিযোগ উঠেছে ডেকো গ্রুপের বিরুদ্ধে। গত শনিবার আদালত থেকে জমি দখল বন্ধের নির্দেশ জারি করা হলেও বুধবার সকালেও দখলের চিত্র দেখা গেছে। ভুক্তভোগী কৃষক নিয়ামত আলী মাওনা গ্রামের বাসিন্দা এবং রহম আলীর ছেলে। তিনি জানান, জমি রক্ষায় শ্রীপুর থানা, উপজেলা নির্বাহী অফিসার এবং গাজীপুর আদালতে আবেদন করেছেন। নিয়ামত আলীর দাবি, মাতৃক ও ক্রয়সূত্রে প্রায় ৪১ শতাংশ জমির মালিকানা তার। জমিটির নামজারি ও জমাভাগ সম্পন্ন হয়েছে (জোত নম্বর: ১৫৫১৩)। তবে জমিটি একটি শিল্প কারখানার নিকটবর্তী হওয়ায় ডেকো গ্রুপ জমির ওপর লোভ দেখিয়ে দখল নিতে চায়। তারা জমিতে বালু ফেলে নির্মাণ কাজ শুরু করলেও বাধা সত্ত্বেও কাজ বন্ধ করেনি। নিয়ামত আলীর আইনজীবী অ্যাডভোকেট হাবিবুর রহমান বলেন, “আদালতে আবেদন করার পর উভয় পক্ষের মধ্যে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এই নির্দেশ অমান্য করে যদি কেউ কাজ চালায়, তা হবে আদালত অবমাননা।” এ বিষয়ে শ্রীপুর থানার উপপরিদর্শক আমিনুর রহমান বলেন, “আদালতের নির্দেশে উভয় পক্ষকে শান্তি বজায় রাখতে বলা হয়েছে। নির্দেশ অমান্য করার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।” ডেকো গ্রুপের মহাব্যবস্থাপক তাপস কুমার কুন্ডু জানান, তিনি আদালতের নির্দেশ সম্পর্কে অবগত নন কারণ তিনি ছুটিতে আছেন। তবে বিষয়টি খতিয়ে দেখবেন বলে আশ্বাস দেন। স্থানীয়দের মতে, এ ধরনের ঘটনা এলাকায় উত্তেজনার সৃষ্টি করেছে। প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ না হলে পরিস্থিতি আরও জটিল হতে পারে। SHARES জেলার সংবাদ বিষয়: