শেরপুর শ্রীবরদী উপজেলার সীমান্তে চোরাকারবারি সিন্ডিকেট মাসুদ বাহিনীর হামলায় ৪ সাংবাদিক প্রহৃত

প্রকাশিত: ১:২৮ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০২৫

বিশেষ প্রতিনিধি :

শেরপুর শ্রীবরদী উপজেলার সীমান্তে চোরাকারবারি সিন্ডিকেট মাসুদ বাহিনীর হামলায় ৪ সাংবাদিক প্রহৃত হয়েছে। এ সময় মাসুদ বাহিনীর সদস্যরা সাংবাদিকদের প্রাইভেটকার ও ক্যামেরা ভাংচুর করে। বৃহস্পতিবার (২২ জানুয়ারী) সন্ধ্যায় শ্রীবরদী উপজেলার রানীশিমুল ইউনিয়নের মেঘাদল বাজারে এ ঘটনা ঘটে।

হামলার শিকার সাংবাদিকরা হলেন, শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, যুগ্ম সাধারণ সম্পাদক শফিউল আলম সম্রাট, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক মনিরুজ্জামান রিপন।

এ ব্যাপারে সাংবাদিকদের পক্ষ থেকে বালুদস্যু ও চোরাকারবারি সিন্ডিকেট মাসুদ বাহিনীর প্রধান মাসুদকে প্রধান আসামী করে মামলা দেওয়া হলেও পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করেনি। চিহ্নিত অপরাধী চক্রের সঙ্গে পুলিশ কর্তাদের দহরম মহরম সম্পর্ক থাকার অভিযোগ উঠেছে।

শ্রীবরদী থানার অফিসার্স ইনচার্জসহ জেলা পুলিশ কর্তার প্রতি বিনয়ের সঙ্গে আহ্বান জানাচ্ছি, আশ্রয় প্রশ্রয়ে রাখা হামলাকারী আসামিদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করুন, ধন্যবাদ নিন। অন্যথায় সীমান্ত অপরাধীদের কাছ থেকে কোন কর্তা কতো মাসোহারা পান- তার পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে বিন্দুমাত্র দ্বিধা করবো না। পুলিশি ইমেজ রক্ষা করাও কিন্তু আপনাদের গুরু দায়িত্ব। অথচ সেখানে আসামিদের গ্রেফতারের দাবিতে স্মারকলিপি লেনদেন করতে হচ্ছে, জেলা পুলিশের লজ্জার স্তর কি আরো নিচে?