রাব্বি সরকার :
নরসিংদীর শিবপুরে বীর মুক্তিযোদ্ধা মরহুম বেদন মৃধা ফুটবল টুর্নামেন্টের তৃতীয় কোয়াটার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ জানুয়ারি) বিকালে উপজেলার পচার বাড়ি মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় বীর মুক্তিযোদ্ধা বেদন মৃধা ফুটবল টুর্নামেন্টে মা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান মোঃ আউয়াল খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ জাকারিয়া কবির। সার্বিক তত্ত্বাবধানে শিবপুর উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব মোঃ রফিকুল ইসলাম মৃধা। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র নেতা মোঃ তানসেন।
এসময় আরও উপস্থিত ছিলেন, চক্রধা ইউনিয়ন পরিষদের সাবেক সভাপতি মোঃ আহমদ আলী মৃধা বরুন, মোঃ আমানুল্লাহ সরকার, এবাদুল্লাহ ফকির, মোঃ আল আমিন খান, মোঃ আইদিত মোল্লা, মোহাম্মদ মহসিন খান, মোঃ সোহাগ প্রধান, মোঃ শরীফ প্রধান, মোঃ সফিক খান, মোঃ রুবেল ভূইয়া, প্রমুখ।
খেলায় বিলশরন ফুটবল একাদশকে ২-১ গোলে হারিয়ে ঘোড়াশাল ফুটবল একাদশ বিজয় লাভ করেন।