শিবপুরে পূর্বশত্রুতার জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ দৈনিক লাল সবুজের দেশ দৈনিক লাল সবুজের দেশ প্রকাশিত: ৬:২৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৮, ২০২৫ শিবপুর প্রতিনিধি: নরসিংদীর শিবপুর উপজেলার জয়নগর ইউনিয়নের কামরাব-বেতাগিয়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে মিথ্যা মামলা দিয়ে নিরীহ লোকদের হয়রানি করার অভিযোগ উঠেছে। এ নিয়ে এলাকায় ক্ষোভ সৃষ্টি ও নিন্দার ঝড় বইছে। শনিবার ( ৮ ফেব্রুয়ারি) বিকেলে এ অভিযোগে সংবাদ সম্মেলন ও গণস্বাক্ষরের আয়োজন করেন ভুক্তভোগীর স্বজন ও এলাকাবাসী। জানা যায়, শিবপুর উপজেলার জয়নগর ইউনিয়নের কামরাব বেতাগিয়া গ্রামের মোজাম্মেল হকের ছেলে আলামিনের স্ত্রী সুমনা আক্তার পপি বাদি হয়ে গত ১ জানুয়ারি শিবপুর মডেল থানায় ৪ জনের নাম উল্লেখ করে চুরির মামলা দায়ের করে (মামলা নং -০১)। মামলার ১ নং আসামী তাজু মিয়ার ছেলে টুটুল (৩৫)। আবদুস সালামের ছেলে লাখ মিয়া (৩৫)। বাতেনের ছেলে ফয়সাল মিয়া (২২) ও মোবারক হোসেন কে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করেন শিবপুর মডেল থানা পুলিশ। রিমান্ডে ২ নং আসামী লাখ মিয়া ১৬৪ ধারায় চুরির স্বীকারোক্তি মূলক জবানবন্দি দেয়। বিজ্ঞ আদালত তাঁদের জেলহাজতে পাঠায়। পরে জামিনে মুক্তি পান মামলার ৪ নং আসামী মোবারক হোসেন। বাদীর শ্বশুর মোজাম্মেল হক সাংবাদিকদের বলেন, আমার পুত্রবধূ যে মামলা দিয়েছে তা মিথ্যা ও হয়রানিমূলক, এতো বড় চুরি হলো আমি বাবা হয়েও জানিনা। অভিযোগে দিলো এত টাকা ও স্বর্ণালংকার আমার ছেলের ঘর থেকে চুরি হলো। আমার ছেলের এত টাকা পয়সা ও স্বর্ণালংকার আছে বলে মনে হয়না। বাদীর চাচা শ্বশুর আমিনুল হক বলেন, গ্রামের নিরীহ লোকদের মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে, যা খুবই অমানবিক, আমরা এর সুষ্ঠু সমাধান চাই। স্থানীয় এলাকাবাসী জানান, আসামিরা সবাই দরিদ্র, চুরির অপবাদ দিয়ে নিরীহ মানুষদের জেলে পাঠানো হয়েছে, সুষ্ঠু বিচার চাই। এ ব্যাপারে বক্তব্যের জন্য মামলার বাদী সুমনা আক্তার পপির সাথে যোগাযোগের চেষ্টা করলে তাঁকে পাওয়া যায়নি, তার স্বামী আলামিন ফোনে বক্তব্য না দিয়ে বিষয়টি এড়িয়ে যান। এ বিষয়ে জয়নগর ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ আরিফ মিয়া জানান, আমি খবর পেয়ে তাৎক্ষণিক বাড়িতে যাই। গিয়ে চুরির কোনো আলামত আমি পাইনি। জয়নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাদিম সরকার বলেন, চুরির ঘটনার বিষয়ে আমাকে কেউ বলে নাই, মামলার পর জানতে পারি যে বেতাগিয়া আলামিনের বাড়িতে চুরি হয়েছে। আমরা স্থানীয়ভাবে বসে মীমাংসা করার চেষ্টা চলছে। SHARES প্রচ্ছদ বিষয়: