শিবচর (মাদারীপুর ) প্রতিনিধি :
মো: রিয়াজ রহমান
মাদারীপুরের শিবচরে পরিবেশ বান্ধব সংগঠন সবুজ বাংলাদেশের উদ্যোগে বেদে পল্লি ও রেলস্টেশনের ছিন্নমূল মানুষের মাঝে কম্বল ও পোশাক বিতরণ করা হয়েছে।
শনিবার বিকেলে বেদে পল্লী ও রেলস্টেশনে থাকা বিপুল সংখ্যক সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়।
গত দুই-তিন দিন ধরে এ এলাকায় শীতের তীব্রতা বাড়তে থাকায় শীতার্ত মানুষের মাঝে পরিবেশবান্ধব সংগঠন সবুজ বাংলাদেশে শিবচর শাখার উদ্যোগে কম্বল বিতরণ কর্মসূচি গ্রহণ করা হয়।
কম্বল পেয়ে আবু তালিব মিয়া নামের এক বৃদ্ধ বলেন, আমার বাড়ি চরজানাজাত নদী ভাঙনে বাড়ি চলে গেছে আজ পাঁচ বছর। একলা মানুষ বাবা, কয়েক বছর থেকে পাঁচ্চর মাদবরচর এলাকা দিনে এদিক-ওদিক থাকি, আর রাতে কিছুদিন ধইরা স্টেশনে ঘুমাই। তীব্র শীতে খুব কষ্ট পাচ্ছি। আজ থেকে কম্বল গায়ে জড়িয়ে ঘুমাতে পারব।
শীতে কিছুটা হলেও স্বস্তি পাব।
মনিকা নামের এক বেদে নারী বলেন, কাপড় গায়ে দিয়ে ঘুমাইছি। কিন্তু শীত সহ্য করতে পারছিলাম না। আমাগো দেখতে কেউ আসেনা এখানে। আপনারা আমার গায়ে কম্বল জড়িয়ে দিয়েছেন।
সবুজ বাংলাদেশ সংগঠন শিবচর শাখার সকল ভাইদের প্রতি আমার দোয়া রইলো।
এখন থেকে কম্বল গায়ে দিয়ে ঘুমাতে পারমু।
এ সময় উপস্থিত অত্র এলাকার জনসাধারণের মধ্য থেকে একজন বলেন শীতার্ত ছিন্নমূল মানুষের কথা বিবেচনায় নিয়ে পরিবেশবান্ধব সংগঠন সবুজ বাংলাদেশ শিবচর শাখার কম্বল বিতরণের উদ্যোগ প্রশংসনীয়। কম্বল বিতরণ কার্যক্রমে উপস্থিত থাকতে পেরে আমাদের খুবই ভালো লেগেছে।
ভবিষ্যতেও পরিবেশবান্ধব সংগঠন সবুজ বাংলাদেশ শিবচর শাখার সদস্যরা এ ধরনের মহৎ কাজের সাথে থাকবে বলে আমি প্রত্যাশা করি।
তিনি সমাজের বিত্তবানদের শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর অনুরোধ জানান।
এ সময় পরিবেশবান্ধব সংগঠন সবুজ বাংলাদেশে শিবচর শাখার পক্ষ থেকে উপস্থিত ছিলেন।
আনন্দ সাহা- সভাপতি,
আঃ আলীম শিকদার
সাধারণ-সম্পাদক
মোঃ রিয়াজ রহমান
যুগ্ম সাধারণ-সম্পাদক
মোঃ রুবেল কাজী
সাংগঠনিক সম্পাদক
মোঃ নাসির উদ্দিন সজীব
অর্থ সম্পাদক ও
নাঈম গোমস্তা
সহ সংগঠনের অনেকেই।