শিবচরে যাত্রী সেজে চুরির উদ্দেশ্যে ভ্যান চালককে কুপিয়ে হত্যা।

প্রকাশিত: ১:৪৮ পূর্বাহ্ণ, এপ্রিল ৪, ২০২৫

 

শিবচর(মাদারীপুর)প্রতিনিধি:
মো: রিয়াজ রহমান

উপজেলায় সাইদ মোল্লা (৭০) নামে এক ভ্যানচালককে হত্যার পর তার ভ্যান নিয়ে পালিয়ে গেছে চোর চক্র। তার শরীরে ছুরির বিভিন্ন আঘাতের চিহ্ন রয়েছে।

২ এপ্রিল বুধবার সাড়ে রাত ১০টার দিকে উপজেলার কাঠালবাড়ি ইউনিয়নের তালতলা বাজারের সংলগ্নে এ ঘটনা ঘটে।

নিহত ভ্যানচালক একই উপজেলার কুতুবপুর ইউনিয়নের বড় কেশবপুর গ্রামের হামেদ মোল্লার ছেলে।

নিহতের স্ত্রী বলেন, আমার স্বামী একজন নিরপরাধ ব্যক্তি। আমার স্বামীকে যারা হত্যা করছে তাদের বিচার চাই। আমাদের ছোট ছোট দুটি বাচ্চা রয়েছে আমাদের এখন কি হবে? আমাদের দেখার আর পৃথিবীতে কেউ রইল না। এখন আমার সংসার কিভাবে চলবে, আমার সন্তানদের পড়ালেখা কিভাবে চলবে এই দায়-দায়িত্ব কে নিবে। আমার স্বামীর খুনিদের ফাঁসি চাই।

কাঠালবাড়ি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সৈয়দ বেপারি বলেন, নিহত সাঈদ মোল্লা খুবই ভালো একজন সাদাসিধে মানুষ ছিলেন। তিনি পেশায় একজন ভ্যানচালক ছিলেন। আমরা এই হত্যার বিচার চাই।

শিবচর থানার ওসি মো. রতন শেখ (পিপিএম) বলেন, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত একজনকে আটক করা হয়েছে। ছিনতাইকৃত ভ্যান ও একটি ছুরি উদ্ধার করা হয়েছে। তদন্ত সাপেক্ষে ঘটনার সঙ্গে জড়িতের শনাক্তের কাজ অব্যাহত আছে।