শিবচরে মানবজমিন পত্রিকার ২৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

প্রকাশিত: ৮:৩৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২০, ২০২৫

 

শিবচর(মাদারীপুর)প্রতিনিধি:
মো: রিয়াজ রহমান

মাদারীপুরের শিবচরে মানব জমিনের ২৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের হল রুমে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নেত্রী সাবেক সংসদ সদস্য নাভিলা চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো: রতন শেখ। এ সময়ে বীর মুক্তিযোদ্ধা শাহনেওয়াজ তোতা, মুক্তিযোদ্ধা এমদাদ খাঁন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম দিপু, শিবচর পৌর বিএনপির সদস্য সচিব হেমায়েত হোসেন খান, শিবচর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কামরুজ্জামান মিলন হাওলাদার, শিবচর উপজেলা কৃষক দলের সদস্য সচিব লিটন সিকদার, শিবচর উপজেলা ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের সভাপতি আবু জাফর মিয়া, শিবচর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবুল খায়ের খান, মানব জমিন পত্রিকার শিবচর উপজেলা প্রতিনিধি বিএম হায়দার আলী, গ্লোবাল টেলিভিশনের জেলা প্রতিনিধি এ.এম কাইয়ুম, যুবদল নেতা সজীব খান, শিবচর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ খান তুরাগ, সদস্য সচিব সাইদুর রহমান বেপারীসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, বীরমুক্তিযোদ্ধা, এছাড়াও বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এর আগে অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে অতিথিদের কেক কাটার মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্ত হয়।