শিবচরে চলন্ত ট্রেনের সামনে ঝাপ দিয়ে ভাঙ্গারি ব্যবসায়ীর আত্মহত্যা অভিযোগ

প্রকাশিত: ৮:৫৯ অপরাহ্ণ, মার্চ ১৯, ২০২৫

 

মাদারীপুরের শিবচরে চলন্ত ট্রেনের সামনে ঝাপ দিয়ে এক ভাঙ্গারি ব্যবসায়ীর আত্মহত্যার অভিযোগ উঠেছে। এতে ঐ ব্যক্তির শরীর ৪ টুকরো হয়ে যায়।

বুধবার (১৯ মার্চ) সন্ধ্যায় উপজেলার মোল্লা বাজার নামক স্থানে পদ্মা রেলস্টেশনের কাছাকাছি এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ঢাকা থেকে ভাঙ্গাগামী একটি ট্রেনের নিচে কাটা পড়ে রফিকুল ইসলাম (৪০) নামের ওই ব্যক্তির মৃত্যু হয়। এতে শরীর ৪ টুকরো হয়ে যায়। ধারণা করা হচ্ছে,জুয়ায় হারার কারণে ও কিস্তির টাকা পরিশোধ করতে না পেরে ট্রেনের নিচে ঝাপ দিয়ে ওই ব্যক্তি আত্মহত্যা করেছেন বলে ধারণা করেছে স্থানীয়রা। তার বাড়ি মেহেরপুর জেলায়।

ভাঙ্গারি ব্যবসা করে জীবিকা নির্বাহের জন্য প্রায় ৩ বছর যাবত শিবচরে বসবাস করছেন। তবে কোন ট্রেনে কাটা পড়ে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে তা জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করে রাজবাড়ী রেলওয়ে থানার সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) মোঃ খায়রুজ্জামান সিকদার বলেন, স্থানীয়দের সংবাদের মাধ্যমে আমরা খবর পেয়েছি। পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন যাচ্ছেন। তিনি কীভাবে ট্রেনে কাটা পড়েছেন তা নিশ্চিত হওয়া যায়নি। তাবে তার পরিচয় সনাক্তের করতে আমরা সক্ষম হয়েছি।